সেচ্ছাসেবী সংগঠন আর্দশ বন্ধু ফোরামের দশ বছর পূর্তি উৎসব ও ৬ষ্ঠ দ্বি-বার্ষিকী সম্মেলন শুক্রবার

রাহাত আব্দুল্লাহ

আজ শুক্রবার বিকেলে ৪ টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে জোরারগঞ্জ সোনালী কমিউনিটি সেন্টারে ১০ বছর পূর্তি উৎসব ও ৬ষ্ঠ দ্বি-বার্ষিকী সম্মেলনের ১ দিন ব্যাপী আনুষ্ঠানিকতা শুরু করবে জোরারগঞ্জের সেচ্ছাসেবী সংগঠন আর্দশ বন্ধু ফোরাম।সম্মেলন ও দ্বি-বার্ষিকী সম্মলেন কে ঘিরে ইতিমধ্য সম্পন্ন হয়েছে সার্বিক প্রস্তুতি।৩টি অধিবেশনেকে ঘিরে সাজানো হয়েছে অনুষ্ঠান কর্মসূচি।১ম অধিবেশনে দশ বছরের সফলতার গল্প নিয়ে থাকছে আলোচনা সভা ও কেক কাটার আনুষ্ঠানিকতা।২য় অধিবেশনে থাকছে নীতিনির্ধারণী পরিষদের বৈঠক।সবশেষ অধিবেশনে থাকছে কাউন্সিল এবং কাউন্সিলের ফল প্রকাশের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর।বিকেলে ৪ টা থেকে রাত ১২ পর্যন্ত সময়সূচিকে ঘরে সংগঠনটির অনুষ্ঠান উদ্ধোধন করার কথা রয়েছে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহমদ চৌধুরী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান,বিশেষ অতিথি হিসেবে কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী সহ বিশিষ্ট জনদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এবারের ৬ষ্ঠ-দ্বি বার্ষিক কাউন্সিলে ৫ টি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেছেন।প্রার্থীদের মনোনোয়ন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছর,ভোট চাওয়ার কার্যক্রম সহ কাউন্সিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।এই বিষয়ে সংগঠনের বর্তমান সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য দ্বীন মোঃ সিভয়েসকে বলেন,শুন্য থেকে শুরু করে শিক্ষা, সেবা ও সৃজনশীলতার ধারাবাহিকতায় বিগত ১০ বছরে আদর্শ ব্ন্ধু ফোরাম শুধু জোরারগঞ্জ থানার নয় পুরো মিরসরাই উপজেলার এর অন্যতম সামাজিক সংগঠন গুলোর একটিতে পরিনত হয়েছে।
আশাকরি নতুন নেতৃত্ব আদর্শ ব্ন্ধু ফোরামের এই অব্যাহত অগ্রযাত্রা কে চলমান রেখে সমাজ উন্নয়নে অবদান রাখবে।তিনি আর বলেন আগামীকাল একটি সুন্দর আয়োজনের সফল সমাপ্তি ঘটবে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*