সেমিফাইনালে উঠার লড়াইয়ে কে কার মুখোমুখি

ক্রীড়া টাইমস..

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষ। নক-আউট পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম, সুইডেন, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং স্বাগতিক রাশিয়া। শেষ আটটি দলের মধ্যে সাতটিই ইউরোপের, আর ল্যাটিন আমেরিকার দল একটি। প্রথম পর্বেই বাদ পড়েছে আফ্রিকার দলগুলো, এশিয়ার একমাত্র দলটি পাড় হতে পারেনি নক-আউট পর্বের গণ্ডি।

বিশ্বকাপের প্রথম পর্বেই ছিটকে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয় পর্বে বাদ পড়েছে ফেভারিট স্পেন ও আর্জেন্টিনা। অঘটনের এই বিশ্বকাপে কোন দলের ভাগ্যে যে মোয়া জুটবে তা অনুমান করাই মুশকিল হয়ে গেছে।

আগামী শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে সেমিফাইনালে ওঠার লড়াই। আসুন চোখ রাখি কোয়ার্টার ফাইনালে কোন দল কার বিপক্ষে, কোথায় এবং কখন লড়াইয়ে নামবে-

কোয়ার্টার ফাইনাল-১:

৬ জুলাই (শুক্রবার), নিঝনি নভগোরদ স্টেডিয়াম

বাংলাদেশ সময় রাত ৮টা

উরুগুয়ে বনাম ফ্রান্স
কোয়ার্টার ফাইনাল-২

৬ জুলাই (শুক্রবার), কাজান এরেনা

বাংলাদেশ সময় রাত ১২টা

ব্রাজিল বনাম বেলজিয়াম
কোয়ার্টার ফাইনাল-৩

৭ জুলাই (শনিবার), সামারা এরেনা

বাংলাদেশ সময় রাত ৮টা

সুইডেন বনাম ইংল্যান্ড
কোয়ার্টার ফাইনাল-৪

৭ জুলাই (শনিবার), সোচি স্টেডিয়াম

বাংলাদেশ সময় রাত ১২টা

রাশিয়া বনাম ক্রোয়েশিয়া

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*