স্পন্সর সংকেট ভুগছে মিরসরাই স্পোর্টিং ক্লাব

রাহাত আব্দুল্লাহ

মিরসরাইয়ের পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে ধাপে ধাপে সামনে এগিয়ে নেওয়ার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হওয়া মিরসরাই স্পোর্টিং ক্লাব বর্তমানে প্রায় অর্থশূন্যে দিশেহারা।প্রতিষ্ঠার ২টি বছর অতিক্রান্ত হলে ও এখনো মিলে নি কোনো স্পন্সর।এতদিন ধরে চলছে কর্মকর্তাদের ব্যাক্তিগত খরচ দিয়ে ক্লাবটির কার্যক্রম।ইতিমধ্য চট্টগ্রাম তৃতীয় ফুটবল বিভাগে মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার অধীনে ১ম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয় দল টি।কিন্তু অর্থ সংকটে পড়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছেন একাডেমীর প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন দুলাল।চট্টগ্রাম তৃতীয় বিভাগ লীগে গ্রুপ চ্যাম্পিয়ন চারটে খানে কথা নয়।তাছাড়া চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায়(সিজিকেএস) এ সুনাম কুঁড়িয়েছে ক্লাবের খেলোয়াড় এবং কর্মকর্তারা।তারপর ও এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠান এই মহতী উদ্যোগের সুখ দুঃখের সাথী হয় নি।তৃতীয় বিভাগের জার্সি টি পর্যন্ত খেলোয়াড় এবং কর্মকর্তাদের অর্থ দিয়ে সংগ্রহ করতে হয়েছে।সপ্তাহে তিন দিন জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট এবং ফুটবল বিভাগে আলাদা আলাদা ভাবে দুই জন কোচ প্রশিক্ষন দিয়ে থাকেন খেলোয়াড়দের।মফস্বলের প্রতিভা গুলোকে জাতীয় পর্যায়ে পাঠানোর জন্য এই ক্লাবটি টিকে থাকার স্বার্থে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান স্পন্সর হওয়া খুবই জরুরি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*