১২ বছর ধরে বিরল রোগে আক্রান্ত মিরসরাইয়ের মরিয়ম, চিকিসার্থে এগিয়ে আসার অনুরোধ

 

২০০৬ সালের কথা। তখন এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বিবি মরিয়ম। অন্য ভাই বোনদের মত হাসিখুশি ছিল সেও। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। হটাৎ তাঁর শরীরে দেখা দিল বিরল রোগ। পরীক্ষা দেয়া তো দুরের কথা, তখন থেকে স্বাভাবিক চলাফেরাও বন্ধ। এরপর বিভিন্ন চিকিৎসক, হাসপাতালের শরনাপন্ন হন মরিয়ম। কিন্তু কোন লাভ হয়নি। এভাবে বাড়ি আর হাসপাতালে কেটে গেছে ১২টি বছর। অনেকট টাকা খরচ হয়েছে পরিবারের। এখন আর সম্ভব হচ্ছেনা পরিবারের পক্ষে তাঁর চিকিৎসার ব্যয় বহন করতে।

বিবি মরিয়ম মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের বাসিন্দা মরহুম আবু মুসা সাহেবের কনিষ্ঠা কন্যা। বিরল রোগে আক্রান্ত হয়ে এখন সে হাসপাতালে শয্যাশায়ী, তার শরীরের কিছু অংশে পচন ধরেছে। টাকার অভাবে হাসপাতালে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না।বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় সার্জারি বিভাগের ২৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

 

 

সমাজের সকল বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি মরিয়মের চিকিৎসার্থে এগিয়ে আসার অনুরোধ করেছেন তাঁর বড় ভাই আহম্মদ উল্লাহ।

সাহায্য পাঠানোর জন্য বিকাশ নং ০১৮১৪০৭৩৮৭০ (পার্সোনাল, রোগীর বড় ভাই)
ব্যাংক একাউন্ট, আহম্মদ উল্লাহ হিসাব নং ২১৯৪, ইসলামী ব্যাংক, মিরসরাই শাখা।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*