১৬তম বর্ষে পদার্পণ উৎসবে বক্তারা ‘চলমান মিরসরাই গন মানুষের কথা বলে


নিজস্ব প্রতিবেদক>>>
উত্তর চট্টগ্রামের আঞ্চলিক প্রকাশনা চলমান মিরসরাইয়ের ১৬তম বর্ষে পর্দাপন উপলক্ষে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার কার্যালয়ে ১৬তম বর্ষে পর্দাপন উপলক্ষ্যে কেক কাটা হয়।
চলমান মিরসরাইয়ের নির্বাহী সম্পাদক এম মাঈন উদ্দিনের উপস্থাপনায় ও মিরসরাই প্রেস কাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীরের সভাপতিত্বে প্রীতি সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, বাংলাদেশ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা নুরুচ্ছাবাহ্ পূর্ণিমা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ দিদার, দ্যা বিজনেজ স্ট্যান্ডার্ড পত্রিকার রিপোর্টার শাহাদাৎ হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, ঐতিহাসিক ছুটিখাঁ জামে মসজিদের খতিব মাওলানা নূরুল আলম তৌহিদী, কবি সাইফুদ্দীন মীর শাহীন, নির্বান সংঘের সভাপতি তানভীর হোসেন তপু, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি আশিষ দাশ।


নির্বান সংঘের সভাপতি তানভীর আহমেদ বলেন, ‘চলমান মিরসরাইতে মিরসরাইয়ের সামাজিক সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচীর খবর কোন টাকার বিনিময় ছাড়া প্রকাশ করে। আমাদের ধারণা ছিলো টাকা ছাড়া নিউজ হয় না। কিন্তু চলমান মিরসরাই আমাদের সে ধারণ পাল্টে দিয়েছি। সংগঠনের কোন নিউজ করলে চলমান মিরসরাই অত্যন্ত আন্তরিকতার সহিত তা প্রকাশ করে। আমরা চাই ভবিষ্যতেও আমাদের খবর এভাবে প্রকাশ করবে চলমান মিরসরাই।’


দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি আশিষ দাশ বলেন, ‘নিউজের ভীড়ে জাতীয় দৈনিকগুলোতে অনেক সময় সামাজিক সংগঠনের নিউজ প্রকাশিত হয় না। কিন্তু চলমান মিরসরাইতে তা প্রকাশিত হয়। অতীতের ন্যায় আগামীতেও মিরসরাইয়ের সামাজিক সংগঠনগুলোর খবর গুরুত্ব সহকারে চলমানে প্রকাশ হবে বলে আমরা আশা করি।’
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পন। গণমাধ্যমে শুধু সমস্যার কথা তুলে না ধরে উন্নয়ন তথা সফলতার কথাও তুলে ধরতে হবে। বর্তমান সরকার শিক্ষা, চিকিৎসা সহ জনগণের কল্যাণে যে সকল উন্নয়ন কর্মকান্ড করেছে তা গণমাধ্যমে উঠে আসা উচিত। চলমান মিরসরাইয়ের যাত্রা চলমান থাকুক।’


দ্যা বিজনেজ স্ট্যার্ন্ডাড পত্রিকার স্টাফ রিপোর্টার শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে চলমান মিরসরাই অত্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে আসছে। চলমান মিরসরাইয়ের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মনজুরুল হকের নির্দেশনা ও পরামর্শে একঝাঁক উদীয়মান সংবাদকর্মী নিরলসভাবে কাজ করে পত্রিকা বের করছে। মিরসরাইয়ের সমস্যা চিহ্ণিত করার পাশাপাশি সম্ভাবনার খবরও প্রকাশ করে আসছে চলমান মিরসরাই। অতীতের ন্যায় আগামীতে সবাই চলমানের পাশে থাকবেন বলে আমি আশা করি।’


কবি ও সাহিত্যিক সাইফুদ্দীন মীর শাহীন বলেন, ‘চলামান মিরসরাই’ মিরসরাইয়ে সাহিত্যের বিস্তারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে সংবাদ প্রকাশের পাশাপাশি ক্ষুদে কবিদের কবিতা ও গল্প প্রকাশিত হয়। চলমান মিরসরাইয়ের প্রকাশনা যুগযুগ চলমান থাকবে আশা করি।’
ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নূরুল আলম তৌহিদী বলেন, ‘ধর্মকে বাদ দিয়ে কোন সাহিত্য হয় না। ইসলাম ধর্ম পরিপূর্ণ জীবন বিধান। আমরা ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি বিধায় নানান রকমের মহামারী আমাদের পিছু ছুটছে। মহামারী থেকে বাঁচতে আমাদের মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কাজ করা উচিত। চলমান মিরসরাইতে আমি নিয়মিত ধর্মীয় বিভিন্ন বিষয়ে লেখার চেষ্ঠা করি। আপনারাও ধর্ম নিয়ে লিখবেন এবং পড়বেন। চলমান মিরসরাইয়ের প্রকাশনা যুগ যুগ অব্যাহত থাকুক।’


উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার বলেন, ‘আমি চলমান মিরসরাইয়ের শুরু থেকে পত্রিকা নিয়মিত পড়ে আসছি। চলমান মিরসরাইতে মিরসরাইয়ের ঘটে যাওয়া বিভিন্ন খবর গুরুত্ব সহকারে প্রকাশিত হয়। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের খবর আরো বেশী বেশী করে চলমান মিরসরাই প্রকাশ করবে বলে আশা করি।’
বাংলাদেশ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা নুরুচ্ছাবাহ্ পূর্ণিমা বলেন, ‘চলমান মিরসরাই যেভাবে মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলের খবর প্রকাশ করে তা সত্যি প্রশংসনীয়। একটি পত্রিকায় যদি সমাজে ঘটে যাওয়া সকল খবর বস্তুনিষ্ঠ ভাবে প্রকাশ করে তাহলে সে সমাজে দ্রæত সময়ের মধ্যে পরিবর্তন ঘটে। আমরা চাই চলমান মিরসরাই মানুষের অন্তরের কথা প্রকাশ করবে।’


মিরসরাই প্রেস কাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘মিরসরাইয়ের ঘটে যাওয়া সকল খবর চলমান মিরসরাইতে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। উপজেলা থেকে একটি পত্রিকা ১৫ বছর নিয়মিতভাবে প্রকাশ হওয়া অনেক বড় বিষয়। চলমান মিরসরাইয়ের প্রকাশনা শতাব্দীকাল চলমান থাকুক।’
মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বলেন, ‘চলমান মিরসরাই মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলের খবর প্রকাশ করে। আমরা রাজনৈতিক ব্যক্তিরা অনেক সময় অনেক কিছু দেখলেও সরাসরি কিছু বলতে পারি না। কিন্তু সংবাদ মাধ্যম তা কোন সংকোচ না করে প্রকাশ করতে পারে। যা পত্রিকায় প্রকাশ হওয়ার পর সত্য ঘটনা সবার সামনে উন্মোচিত হয়ে যায়। চলমান মিরসরাইতে গনমানুষের মনের ভাব প্রকাশিত হবে বলে আমি আশা করি।’


উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন বলেন, ‘মিরসরাই থেকে যে সকল পত্রিকা প্রকাশিত হয় তার মধ্যে চলমান মিরসরাই খুবই ভালো নিউজ করে। মিরসরাইতে ঘটে যাওয়া বিভিন্ন খবর প্রকাশের পাশাপাশি ভালো খবরগুলোও প্রকাশ করে থাকে। আগামীতেও মিরসরাইয়ের পর্যটন ও সম্ভাবনাকে গুরুত্ব সহকারে চলমান মিরসরাই প্রকাশ করবে বলে আশা করি।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘একটি পত্রিকা একটি সমাজের আয়না। কোথাও কোন অনাকাঙ্খিত ঘটলে যেমন পত্রিকায় আসে তেমনি ভালো খবরগুলোও পত্রিকায় আসে। পত্রিকা পড়লে মানুষ দ্রুত সময়ের মধ্যে জানতে পারে চলমান ঘটনা সম্পর্কে। পত্রিকায় শুধু খারাপ খবর প্রকাশ করলে হবে না। ভালো ও উন্নয়নমুখী খবরও প্রকাশ করতে হবে। সমস্যার পাশাপাশি সম্ভাবনার খবরও প্রকাশ করতে হবে। আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ঐকান্তিক প্রচেষ্ঠায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের সম্ভাবনা নিয়েও পত্রিকায় গুরুত্ব সহকারে লিখতে হবে। মিরসরাইয়ে বর্তমান সরকার যে উন্নয়ন কর্মকান্ড করেছে তা নিয়মিত প্রকাশ করা উচিত। তিনি আরো বলেন, ২০২০ সালকে বাংলাদেশ সরকার মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছে। ইতমধ্যে ক্ষণগননা শুরু হয়েছে। আমরা চাই মুজিব বর্ষ উপলক্ষ্যে গণমাধ্যম জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের উপর বিভিন্ন কর্মসূচী পালন করবে। কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ এক ও অভীন্ন। একটিকে বাদ দিয়ে অন্যটি সম্ভব নয়। দেশে নানা দল নানা মতের লোক থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীণতা নিয়ে কোন মতানৈক্য থাকতে পারে না।’
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, ‘চলমান মিরসরাই প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে আসছে। চলমান পত্রিকায় আগামীতে মিরসরাইয়ের সমস্যা ও সম্ভাবনার খবর আরো বেশী বেশী করে প্রকাশ হবে বলে আশা করছি।’


অনুষ্ঠানের সভাপতি ও মিরসরাই প্রেস কাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর বলেন, ‘একজন জনপ্রতিনিধি ৫বছর শেষে জনগণের নিকট তার কাজের পরীক্ষা দিতে হয়; আর একটি গণমাধ্যম প্রতিনিয়ত সংবাদ প্রকাশ শেষে পরীক্ষা দিতে হয়। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের সকল অন্যায়-অবিচারের খবর প্রকাশের পাশাপাশি সম্ভবনার খবরও চলমান মিরসরাই প্রকাশ করে থাকে। চলমান মিরসরাই ধারাবাহিক পথচলার ১৫তম বর্ষ পেরিয়ে ১৬ তম বর্ষে পদার্পন সত্যিই আনন্দের। অতীতের ন্যায় আগামীতে সবাই চলমান মিরসরাইয়ের সাথে থাকবেন বলে আশা করি।’
প্রীতি সম্মেলনে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, মিরসরাই প্রেস কাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, নাট্যকার মাঈন উদ্দিন চৌধুরী সেলিম, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জোসেফ উদ্দিন, মিরসরাই পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর পরিচালক মোঃ আলী আহছান, মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন সবুজ, সমকাল প্রত্রিকার প্রতিনিধি বিপুল দাশ, উপজেলা কাজী সমিতির উপদেষ্টা কাজী খান, মিঠাছরা বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, জোহরা এগ্রোর চেয়ারম্যান মোঃ ওমর শরীফ, চলমান মিরসরাই’র বার্ত সম্পাদক রাজু কুমার দে, সহযোগী সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ভোরের পাতা পত্রিকা প্রতিনিধি আশরাফ উদ্দিন, সিপ্লাস প্রতিনিধি বাবলু দে, চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আজিজ আজহার, সোহরাব হোসেন, চলমান মিরসরাই’র অনলাইন সম্পাদক ফিরোজ মাহমুদ, বিভাগীয় সম্পাদক সৈয়দ আজমল হোসেন, সহ-সম্পাদক শাহ আবদুল্লাহ আল রাহাত, নিজস্ব প্রতিবেদক সাফায়েত মেহেদী, শিহাব উদ্দিন শিবলু, নিজস্ব প্রতিনিধি শরিফুল ইসলাম ফরাজি, দুর্বার প্রগতি সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক জয় শর্মা, সদস্য স্বরুপ দেবনাথ।


অনুষ্ঠানে বাংলাদেশ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা, আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্রের মহিলা কাবের সদস্য নুরুচ্ছাবাহ্ পূর্ণিমাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রীতি সম্মেলন শেষে অতিথিবৃন্দ কেক কেটে চলমান মিরসরাইয়ের ১৫ তম বর্ষপূর্তি উদযাপন করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*