মিরসরাইয়ে চট্টগ্রাম জেলা রোভারের মেট কোর্স অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের ব্যবস্থাপনায় রোভার মেট কোর্স অনুষ্ঠিত হয়েছে। গত ২১ থেকে ২৫ নভেম্বর মিরসরাই কলেজে জেলার চল্লিশটি কলেজ থেকে ৫১ জন রোভার ও ১০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করে। পাঁচ দিন ব্যাপী মেট কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার মশিউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে জেলা রোভারে প্রাক্তন সহকারী কমিশনার রাউজান কলেজের অধ্যক্ষ মরহুম আবদুর রশীদ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর কে,এম, সেলিম চৌধুরী। ২৪ নভেম্বর ২০২০ অনুষ্ঠিত হয় ক্যাম্প ফায়ার অনুষ্ঠান।
কোর্সের কোর্স লিডার মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফসারের সভাপতিত্বে জেলা রোভারের সম্পাদক এ,জেড,এম, বোরহান উদ্দিন এল,টি উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপকমিশনার (পোগ্রাম) পি,আর,এস, মো: আবদল্লাহ আল মামুন এল,টি।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সীতাকুন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আফাজ উদ্দিন, নিজামপুর কলেজের অধ্যক্ষ জেলা রোভারের সহ-সভাপতি মেজর মোঃ রফিক উদ্দিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবসার উদ্দিন, মিরসরাই কলেজের উপাধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, ফেনী জেলা পরিষদের সদস্য আক্তার হোসেন স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির, জেলা রোভারের সহ-সভাপতি রুহুল আমিন খাঁন এল, টি, ডি আর এস এল মোঃ এনাম। শেষে রাউজান সরকারি কলেজের অধ্যাপক পি আর এস হাবিব উল্লাহ হিরুর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*