মিরসরাই সদরে এস রহমান আইডিয়াল স্কুলের শ্রেণী কার্যক্রম উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে পৌরসভার নোয়াপাড়া গ্রামে অবস্থিত এস রহমান আইডিয়াল স্কুলের শ্রেণী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত শ্রেণী কার্যক্রম উদ্বোধন, অভিভাবক সমাবেশ, মিলাদ মাহফিল ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের চেয়ারম্যান ও কক্সবাজার চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মো. সাবেদুর রহমান সুমু। বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।


জানা গেছে, গত ১ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি তাঁর পরিচালিত এস রহমান ট্রাস্টের অধীনে মিরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ডে নয়াপাড়া গ্রামে এস রহমান আইডিয়াল স্কুলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। গ্রামটিতে দীর্ঘদিন বিদ্যালয় না থাকাতে শিক্ষার হার ছিলো খুবই কম। চলতি বছর প্রাক-প্রাথমিক থেকে শুরু করে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়া হচ্ছে। বিদ্যালয়ে ভবন তৈরীর কাজ শেষ হলে আগামী বছর থেকে দশম শ্রেণীর পাঠদান চলবে। ইতোমধ্যে বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে। বাংলা ও ইংরেজী মাধ্যমে চলবে বিদ্যালয়ের পাঠদান। আগামী ৩ মাসের মধ্যে বিদ্যালয়ের মূল ভবনের নির্মাণ কাজ শেষ হবে বলে জানা গেছে।
শ্রেণী কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে পৌর কাউন্সিলর মো. নুরউন নবীর সঞ্চালনায় ও মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, এস রহমান ট্রাস্টের নির্বাহী পরিচালক ও মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার ৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর রিজিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন চৌধুরী সুজন, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের আজমল হোসেন ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নোমান।
বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন বলেন, মিরসরাই পৌরসভার উপর দিয়ে যাওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকাতে এখানে স্বাক্ষরতার হার খুবই কম। এখানকার শিক্ষার্থীরা ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মিরসরাই এসএম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে যায়। অভিভাবকরা সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে চিন্তায় থাকেন কখন সন্তানরা বাড়িতে পৌঁছবে। গত সংসদ নির্বাচনের প্রচারণা করার সময় নোয়াপাড়া এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে এখানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রæতি দেন আমাদের প্রিয় অভিভাবক সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি তাঁর প্রতিশ্রæতি মতো গত ১ জানুয়ারী ৩৩ শতক জায়গা কিনে এস রহমান আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন। শিক্ষার প্রসারে বিদ্যালয়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।
এস রহমান ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. সোহরাব হোসেন বলেন, মিরসরাইয়ে এস রহমান ট্রাস্টের অধীনে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেগুলোতে অত্যন্ত দক্ষ শিক্ষক দিয়ে পড়ালেখা করানো হয়। তারই ধারাবাহিকতায় মিরসরাই পৌরসভার নোয়াপাড়া গ্রামে দীর্ঘদিন বিদ্যালয় না থাকাতে এস রহমান আইডিয়াল স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বাংলা ও ইংরেজী মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালানো হবে। কোন বাণিজ্যিক উদ্দেশ্যে নয় সম্পূর্ণ সেবার মানসিকতা নিয়ে বিদ্যালয়টি পরিচালনা করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির খান বলেন, মিরসরাই সদরে শুধুমাত্র দু’টি মাধ্যমিক বিদ্যালয় থাকাতে শিক্ষার্থীদের পড়ালেখায় অনেক কষ্ট করতে হয়। তাছাড়া মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হয়ে যাওয়ায় এখানে শিক্ষার্থী ভর্তির বিষয়ে নির্দিষ্ট কোটা মেনে চলতে হয়। ফলে অনেক শিক্ষার্থী কষ্ট করে অনেক দূরে গিয়ে পড়ালেখা করতে হচ্ছে। এস রহমান আইডিয়াল স্কুল প্রতিষ্ঠার ফলে এ অঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার আগ্রহ বেড়ে যাবে।


এস রহমান আইডিয়াল স্কুলের চেয়ারম্যান মো. সাবেদুর রহমান সুমু বলেন, পৌরসভা এলাকার নোয়াপাড়া গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এস রহমান আইডিয়াল স্কুলের যাত্রা। ট্রাস্টের অধীনে বিদ্যালয়ের সকল কার্যক্রম চলবে। যেটি একদিন দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, মিরসরাইয়ের শিক্ষা বিস্তারে এস রহমান ট্রাস্ট অনেক কাজ করতেছে। মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের অগ্রযাত্রায় সকল ধরণের সহযোগীতা করা হবে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*