অসহায়-দরিদ্র মানুষকে চেয়ারম্যান জাহাঙ্গীর মাষ্টারের খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিনিধি

করোনা ভাইরাসে অঘোষিত লকডাউনে আটকা ও কর্মহীন শ্রমজীবি মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। সোমবার (৩০ মার্চ) খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিতরণ করা হবে।

করোনা ভাইরাস প্রতিরোধে গত ১৫দিন ধরে বিভিন্ন কার্যক্রম করে আসছেন জাহাঙ্গীর মাষ্টার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে নিয়মিত বাজার মনিটরিং বেশ প্রশংসা কুড়িয়েছেন। ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান বিতরণ ও সচেতনতার লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছেন।

খাদ্যের মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, এক কেজি পেয়াঁজ ও আধা লিটার সয়াবিন তেল।

জাহাঙ্গীর হোসাইন মাষ্টার জানান, চলমান মহামারিতে কর্মহীন, অসহায় মানুষের জন্য সরকারি ভাবে বরাদ্ধ খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করবো। ছাত্রলীগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌছে দিচ্ছে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক হবে না ততদিন আমি এই কার্যক্রম চালিয়ে যাবো।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*