আবুতোরাবে স্বাধীনতা মেলায় আবু তৈয়ব-জঙ্গিবাদ প্রতিরোধে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

মুহাম্মদ ফিরোজ মাহমুদ…

মিরসরাইয়ে আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা মেলার ১০ম দিনের দ্বিতীয় পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন।

মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানারাত চৌধুরী বাবুর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বলেন, প্রতিটি ঘরে ঘরে জঙ্গিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জঙ্গিবাদ প্রতিরোধে সকল ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের জঙ্গি জামায়াত শিবিরের সৃষ্টি।

বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে। বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ আজকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। সাবমেরিন মুক্ত দেশ। বিএনপির আমলে বিদ্যুত মাঝে মাঝে আসতো আর শেখ হাসিনার আমলে বিদ্যুত মাঝে মাঝে যায়।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে স্বাস্থ্য সেবাকে দোরগোড়ায় নিয়ে এসেছে। আগামী ২০১৯ সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জনকল্যানে কাজ করার ও বাংলাদেশকে একটি উন্নত বিশ্বে মাথা উচু করে দাড়াবার সুযোগ করে দিন।

এসময় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানা, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন বাবু, সদস্য সায়েস্তা খান সাজু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আবু কায়সার রনি, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সীমান্ত, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম, মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ তুরিন, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারন সম্পাদক মেনহাজ উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌরসসভার সাধারণ সম্পাদক আজাদ রুবেল, ২নং হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আমির হোসেন, ৭নং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন, দুর্গাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাসুক, ৯নং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, মিরসরাই ডিগ্রী কলেজের সাধারণ সম্পাদক সাইদু জামান রিফাত, মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জিল্লু, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, ছাত্রলীগ নেতা শাখাওয়াত শিপন, হাইতকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মাহী, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রুপম, সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু, সাধারন সম্পাদক টিটু প্রমুখ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*