আরশিনগর পার্কে একজনের নমুনা সংগ্রহ


নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকা থেকে করোনা রোগী সন্দেহে একজনের নমুনা সংগ্রহ করেছে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এখনো পরীক্ষা রিপোর্ট পাওয়া যায়নি। সে আরশী নগর পার্কের কর্মচারী হিসেবে কাজ করতো বলে জানা গেছে।

মিরসরাই উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান জানান, উপজেলার সোনাপাহাড়স্থ আরশীনগর পার্কে এক কর্মচারীর কাছ থেকে সন্দেহজনক করোনা রোগীর আশংকায় নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাট পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন এর আগেও ৩ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছিল, সেগুলো নেগেটিভ এসেছে। বৃহস্প্রতিবার ( ৯ এপ্রিল) এই নমুনাটি প্রেরণ করা হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার বিকেল পর্যন্ত এখনো এর কোন ফলাফল তিনি পান নি।
নমুনা সংগ্রহকালে আরশীনগর পার্ক এলাকাকে লকডাউন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরশিনগর এলাকাকে লকডাউন করা হয়েছে কিনা জানতে চাইলে পার্কটির মালিক নাছির উদ্দিন দিদার বলেন, যার নমুনা সংগ্রহ করা হয়েছে সে পার্কের কর্মচারি হলে ও ভেতরে বসবাস করে না। পাশ্ববর্তি বাড়িতে বসবাস করে। তবু ও পার্ক সহ পুরো এলাকা লকডাউন করা হয়েছে। পরীক্ষা রিপোর্ট আসা পর্যন্ত শতভাগ লকডাউন থাকবে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আরশীনগর এলাকার একজন দুইএকদিন যাবৎ শ্বাস, জ্বর ও সর্দিতে ভূগছিলেন। আজ তার নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট পাঠানো হয়েছে। এখনো রির্পোট আসে নাই। রির্পোট আসলে জানানো হবে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*