‘ইখওয়ান ইসলামী পাঠাগার’ এর উদ্যোগে উপহার সামগ্রী প্রদান


নিজস্ব প্রতিবেদক::

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে লকডাউনের কারনে কর্মহীন মানুষদের পাশে দাড়িয়েছে হাইতকান্দি ইউনিয়নের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইখওয়ান ইসলামী পাঠাগার’ । শুক্রবার (১মে) রাতে সংগঠনটির সদস্যরা হাইতকান্দি ইউনিয়নের ১,২,৩, ৪ নং ওয়ার্ডের ৭০ টি পরিবারের কাছে উপহার সামগ্রী পৌছে দেয় । উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তৈল, আলু, সাবান, সেমাই ইত্যাদি। এসময় সংখ্যালগু সম্প্রদায়ের কয়েকটি পরিবারেও এই উপহার পৌছে দেয়া হয়।
এই উপহার সামগ্রী বিতরণে যারা সার্বিক ভাবে সহযোগীতার হাত বাড়িয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনটির সদস্যরা।
উল্লেখ্য, হাইতকান্দি ইউনিয়নের উত্তর হাইতকান্দি গ্রামের বাপনাপুকুর এলাকায় প্রতিষ্ঠার পর থেকে ‘ইখওয়ান ইসলামী পাঠাগার’ ধর্মীয় ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য তাফসীর মাহফিল, ইফতার সামগ্রী বিতরন, পবিত্র কোরআন, হাদীস বিতরন, শিক্ষা উপকরণ বিতরন, গরীব শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন ইত্যাদি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*