ইছাখালীর সাকারিয়া স্কুলে মা ও অভিভাবক সমাবেশ

 

নিজস্ব প্রতিনিধি…

মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ্চিম ইছাখালী দক্ষিণ ভূঁইয়া গ্রামে অবস্থিত ৪২ নং ইছাখালী সাকারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ ৪ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার একেএম আলা উদ্দিন চৌধুরী, ইছাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রেজাউল করিম, সাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শরফুদ্দীন তপন, সাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মানিক রতন শর্ম্মা প্রমুখ৤ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল ইসলাম৤ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ দাউদ খাঁন, সমন্বয়কারী আরিফ মাঈন উদ্দিন ও সঞ্চালনায় ছিলেন ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজম খাঁন৤

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ইছাখালী ইউনিয়নের ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং উচ্চ বিদ্যালয়সমূহের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যদের উপস্থিতিতে মা সমাবেশ-অভিভাবক গণসচেতনতামূলক আলোচনা, বঙ্গবন্ধুও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট-২০১৬ উপজেলা চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা, শ্রেষ্ঠ মা ও অভিভাববদেরকে ক্রেষ্ট প্রদান, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ, নতুন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন, গুণীজন সংবর্ধনা ইত্যাদি।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*