ইমরুলের বিশ্ব রেকর্ড

ক্রীড়া টাইমস…
রেকর্ড গড়লেন ইমরুল কায়েস। মুশফিকুর রহিমের বদলি হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটকিপিং করেছিলেন তিনি। এক ইনিংসে পাঁচটি ক্যাচ নিয়ে নতুন রেকর্ড গড়লেন তিনি।
বদলি উইকেটরক্ষক হয়ে এর আগে আর কেউ এতগুলো উইকেট তালুবন্দি করেননি।
সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান মুশফিক। পরদিন উইকেটকিপিংয়ের জন্য নামতে পারেননি তিনি। তার বদলি হিসেবে কাজটি করেন ইমরুল কায়েস।
কামরুল ইসলামের বলে উদ্বোধনী ব্যাটসম্যান জিৎ রেভেলকে তালুবন্দি করেন তিনি। পরে তাসকিন আহমেদের বলে কেন উইলিয়ামসনকেও গ্লাভসে বন্দি করেন তিনি।
এরপর একে একে গ্রান্ডহোম, ওয়েটলিং ও ওয়াগনারকেও তালুবন্দি করেন তিনি। আর বদলি উইকেটরক্ষক হিসেবে গড়ে ফেলেন বিশ্ব রেকর্ড।
তবে শুধু এবারই নয়, এর আগেও উইকেটরক্ষকের কাজটি করেছেন ইমরুল।
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে তামিম ইকবালকে সঙ্গী করে উদ্বোধনী জুটিতে দ্বিতীয় ইনিংসের বিশ্ব রেকর্ড গড়েছিলেন ইমরুল। সেদিন এই ওপেনারের দেড় শ’ রানের ইনিংসটা মনে থাকবে অনেক দিন। তবে সেই ইনিংসটাই আড়াল করে দিচ্ছে ইমরুলের আরেকটা কীর্তির কথা।
প্রায় দুই দিন ধরে পাকিস্তান ইনিংসে ১২০ ওভারেরও বেশি সময় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন এই ওপেনার। সেবারও মুশফিকের চোটে বাধ্য হয়েই ফিল্ডিংয়ের সময়ও গ্লাভস হাতে নিতে হয়েছিল ইমরুল।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*