
নিউজ ডেস্ক..
এ নির্বাচনের মাধ্যমে ৭০ সালের মতো ইতিহাস সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম -১ মিরসরাই আসন থেকে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তিনি বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে যে অন্যায় অত্যাচার অবিচার করেছে মানুষ ব্যালটের মাধ্যমে তার জবাব দিয়েছে। বাংলার মানুষ বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে। নির্বচন কমিশন দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করেছে এবং মানুষ স্বতঃস্ফূতভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। এ নির্বাচনে একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে এবং স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে ভোট দিয়েছে।

রোববারের (৩০ ডিসেম্বর) নির্বাচনে বিজয়ী হওয়ার পর সোমবার সকালে মিরসরাইয়ের বিভিন্ন ইউনিয়নে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সপ্তম বার সংসদ সদস্য নির্বাচিত করায় মিরসরাই বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
