
নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের দক্ষিন অলিনগর এলাকায় নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত গভীর রাতে দক্ষিন অলিনগর গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। আগুন লাগার পর সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ক্যাম্পের উদ্যেক্তারা এজন্য বিএনপি জামায়াত নেতাকর্মীদেরকে দায়ী করেছেন। আগুন লাগার খবর শুনে সর্বশেষ শনিবার রাতে ওই ক্যাম্প পরিদর্শন করেছেন সহকারী রিটানিং কর্মকর্তা ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
ওই এলাকার বাসিন্দা ও ক্যাম্প তৈরির উদ্যেক্তাদের অন্যতম মো. সিরাজ জানায়, গ্রামের নৌকা প্রতিকের সমর্থকদের সহযোগীতায় উত্তরপাড়ায় নৌকা প্রতিকের প্রচারনার উদ্দেশ্যে ওই ক্যাম্প স্থাপন করা হয়। শুক্রবার রাত একটা পর্যন্ত এলাকার নৌকার তরুন সমর্থকরা ক্যাম্পে বসে নির্বাচনী আলাপ আলোচনা করে নিজ নিজ ঘরে ফিরে যায়। পরে রাত আড়াইটায় হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে যান। নৌকা প্রতিকের বিরোধী জামায়াত বিএনপি এই কাজ করেছে বলে জানান তিনি।
এলাকার ছাত্রলীগ নেতা মাইনউদ্দিন রিপন জানান, ধানের খড়কুটো জড়ো করে রাতের আধারে ক্যাম্পে আগুন দেয়া হয়েছে। এর সাথে বিএনপি জামায়াতের লোকজন জড়িত থাকতে পারে।
করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান জানান, দক্ষিন অলিনগরে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।