করেরহাটে প্রতিবন্ধী ও রিক্সা চালকদের পাশে তরুণ সমাজ কর্মী কামরুল হাসান মুরাদ

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলার করেরহাটে প্রতিবন্ধি ও রিক্সা চালকদের পাশে দাঁড়িয়েছেন তরুণ সমাজকর্মী ব্যবসায়ী ও করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু ছালেক কোম্পানীর পুত্র এবং রিয়াজুল হাছান ব্রিকস ম্যানুফেকচারিং (আর.বি.এম) এর পরিচালক কামরুল হাসান মুরাদ। রবিবার (১৭ মে) সাইবেনি খীল এর নিজস্ব কার্যালয়ে এই উপহার সামগ্রী বিতরনের কার্যক্রম শুরু হয়। প্রায় শতাধিক পরিবারের মাঝে তিনি ঈদ উপহার পৌছে দেন।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, লাচ্ছা সেমাই, দুধ, চিনি, সাবান, নুডুলস,বিস্কুট।

করেরহাট ইউনিয়নে বসবাসরত প্রতিবন্ধীদের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহিত হয় এবং ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠন ও সমাজকর্মীর মাধ্যমে উপহার সমাগ্রী ঘরে পৌঁছে দেয়া হয়।

কামরুল হাসান মুরাদ জানান, করোনার ক্রান্তিকালে প্রায়ই পরিবার কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। অসহায় এবং মধ্যবিত্তরা সহযোগিতা পেলেও প্রতিবন্ধীরা তেমন একটা সহযোগিতা পাচ্ছে না। তারা এমনিতে পরিবারে ও সমাজে অবহেলিত। তাই তাদের জন্য কিছু করতে পারাটা সার্থকতা।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*