চিরনিদ্রায় করেরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছালেক কোম্পানী


নিজস্ব প্রতিবেদক
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ছালেক কোম্পানি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে ৩ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। শনিবার বাদ আছর করেরহাট স্কুল মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। শেষবারের মত এই রাজনৈতিক ব্যক্তিকে দেখতে মানুষের ঢল নেমেছে।

 

 

জানাযাপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন গনপূূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, মরহুমের ছেলে মোঃ মুরাদ।

 

 

 

জানাযায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার,সদস্য খোরশেদ আলম আজাদ, নুরুল হুদা, মহি উদ্দিন রাশেদ, আব্দুল হাকিম, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহাজাহান, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা,

 

 

 

 

খৈয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী,মিঠানালা ইউনিয়ন চেয়ারম্যান খায়রুল আলম, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মিরসরাই সদর ইউনিয়ন চেয়ারম্যান এমরান উদ্দিন,করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম আবুল হোসেন,

 

 

 

 

 

 

 

ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. জামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা কামরুল হোসেন, বিএনপি নেতা মিয়া সওদাগর, রেজাউল করিম নোমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন চৌধুরী তপু, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেল ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, ইউনিয়ন যুবলীগ সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক খোকন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন রানা, আলা উদ্দিন আলো, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল ভূঁইয়া প্রমুখ।

 

 

 

মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*