জিয়াউর রহমানই স্বধীনতার ঘোষক -শাহীদুল ইসলাম চৌধূরী

‌‌নিজস্ব প্রতিনিধি…

মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধূরী বলেছেন, ১৯৭১ সালের মার্চে সেদিনকার রাজনৈতিক নেতৃত্বের ব্যার্থতাই জিয়াকে স্বাধীনতার ঘোষক বানিয়েছে।সেদিন জিয়ার ঘোষনা নেতৃত্বহীন সিদ্ধান্তহীন জাতিকে আশার পথ দেখিয়েছে।অসামান্য অবদানের জন্য রনাঙ্গনের বীর মুক্তিযাদ্ধা সেদিনকার মেজর জিয়াকে স্বাধীনতা পর ‘বীর উত্তম’উপাদিতে ভূষিত করে ।আজ অবৈধ হাসিনা সরকার ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলার জন্য ইতিহাস বিকৃতি করেই চলছে।

কিন্তু ইতিহাস তার আপন গতিতে চলে ।জিয়ার নাম মানুষের হৃদয়ে গাঁথা ,আপন মহিমায় শহীদ জিয়া ইতিহাসে পাতায় উজ্বল হয়ে থাকবে। ভারতের তৎকালীন রাস্ট্রপতি সঞ্জীব রেড্ডী,অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহম্মদ,মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এ কে খন্দকার ,তাজউদ্দীন কন্যা শারমিন আহম্মদরা বিভিন্ন বক্তৃতা ও লেখনিতে বলেছেন ,’জিয়াই স্বাধীনতার ঘোষক।’

তিনি ছাত্রদল যুবদল নেতাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে নিজেদের মধ্যে পাঠোভ্যাস গড়ে তুলার আহবান জানান।

তিনি রবিবার ভোরে মিরসরাই সদরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন ।

এসময় আরো বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম,যুগ্ম আহবায়ক নুরুল আবছার ,বিএনপি নেতা আজাদ ,আনোয়ার হোসেন,কৃষকদল নেতা সানাউল্ল্যা মেম্বার ,যুবদল নেতা এস এম হারুন,আফলাতুন,জিয়া উদ্দিন,মাহমুদুল হক, রকি ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ,সরওয়ার হোসেন রুবেল,সাদ্দাম হোসেন ,হোসাইন মোহাম্মদ ফরহাদ , ইকবাল হোসেন, এমরান হোসেন, সরোয়ার হোসেন জনি,পৌর ছাত্রদল নেতা তােপু,রিয়াদ হোসেন,নিজামপুর কলেজ ছাত্রদল নেতা ফয়সাল চৌধুরী, প্রমুখ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*