‘তরুণ সংগঠকরাই বদলে দিবে সমাজ’

মুহাম্মদ ফিরোজ মাহমুদ

নিয়াজ মোর্শেদ এলিট। অল্প বয়সেই নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল সংগঠক হিসেবে। সমাজসেবার আদর্শে বেড়ে উঠেছেন সেই ছোটবেলা থেকেই। প্রতিষ্ঠান আর সংগঠন যেখানেই হাত দিয়েছেন সাফল্য এসে ধরা দিয়েছে তার কাছে। মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সফল সভাপতি হিসেবে মানবতার কল্যানে কাজ করে যাচ্ছেন। তিনি যে সংগঠনেই নেতৃত্ব দিয়েছেন সেই সংগঠনকেই নিয়ে গেছেন সাফল্যের স্বর্ণশিখরে। তারুণ্যদিপ্ত সংগঠক নিয়াজ মোর্শেদ এলিটকে ক্ষণিকের জন্য ‘হিতকরী পাঠগৃহ’ পাঠাগারে পেয়ে উচ্ছ্বাসিত আবুতোরাবের সামাজিক সংগঠন ‘হিতকরী’র তরুণ সংগঠকরা। তাঁর সরব উপস্থিতি তরুণদেরকে অনুপ্রাণিত করেছে। আগামীর দুর্বার সাহস জুগিয়েছে নবীণ সংগঠকদের মধ্যে। হিতকরীর কার্যক্রম নিয়াজ মোর্শেদ এলিটের কাছে তুলে ধরেন উদ্যোক্তা শহীদুল ইসলাম রয়েল। ২০০১ সালের ২০ সেপ্টেম্বর সংগঠনটি যাত্রা শুরু করে। সমাজের ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ‘হিতকরী পাঠগৃহ’, সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ইফতার, আগুনে ক্ষতিগ্রস্থদের সহায়তা, জেলেপাড়ায় বিচার থেকে বঞ্চিত মানুষকে ন্যায়বিচার পাইয়ে দেওয়া, মানসিক রোগীদের সেবা ও চিকিৎসার ব্যবস্থা করা, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সচেতনতা সৃষ্টির জন্য প্রচার, বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষার্থীদের পাঠমুখি করতে পুরস্কার প্রদান, ফ্রি কোচিং, কুইজ আয়োজনসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে সংগঠনটি। ‘হিতকরী পাঠগৃহ’ পাঠাগারকে একটি পূর্ণাঙ্গ পাঠাকারে রুপান্তরিত সহ হিতকারীর সাথে সকল কার্যক্রমে থাকার প্রতিশ্রুতি দেন নিয়াজ মোর্শেদ এলিট। নিয়াজ মোর্শেদ এলিট বলেন, প্রশংসা কুড়াতে নয় মন থেকে অনুভব করার জন্যই সামাজিক কাজে জড়িত হয়েছি। উপজেলাব্যাপী সমাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজ উন্নয়নমূলক নানা কাজে আমি নিজেকে সম্পৃক্ত করি। তরুণ বয়সই মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান, সর্বাধিক কর্মক্ষম সময়। এসময় সঠিকভাবে যে জাতি কাজে লাগিয়েছে তারাই উন্নতির শিখরে পৌঁছে গেছে। আমাদের মনে রাখতে হবে বিশ্বাসের সঙ্গে কর্মের সম্পর্ক ঘনিষ্ঠ। তরুণদের মনে নৈতিকতাবোধে উজ্জীবিত পবিত্র বিশ্বাস জাগাতে হবে। আর তা জাগাতেই গড়ে তুলতে হবে সামাজিক সংগঠন। একটি দেশের সামগ্রিক উন্নতির জন্য যে কয়েকটি বিষয় অন্যতম নিয়ামকের কাজ করে তাদের মধ্যে অন্যতম হলো তরুণ সমাজ। হিতকরীর তরুণ সংগঠকদের উদ্দেশ্যে বলেন, এ দেশে নৈতিক মূল্যবোধের অবক্ষয়ে সৃষ্ঠ সংকটের নিরসন করতে তরুণরা গঠনমূলক ও সৃজনশীল কাজে এগিয়ে এলে জাতি হিসেবে আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবো। সামাজিক সংগঠনের মাধ্যমে যদি আমাদের তরুণরা দেশ গঠনে এগিয়ে আসে তবে সম্ভব বঙ্গবন্ধুর আর্দশের একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা। স্বাধীনতার আর্দশের শক্তিকে সংগঠনের অগ্রভাবে রাখতে হবে। তার মতে, সুস্থ সংস্কৃতিচর্চা ও সংগঠন আমাদের তরুণ সমাজকে বিপদ থেকে ফিরিয়ে আনবে। এই জন্য পরিবার থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই যেমন আমি ছোটবেলা থেকে নিজেকে জড়িত রেখেছি সামাজিক নানা কর্মকান্ডে যা এখনো অব্যাহত আছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*