ত্রিদেশিয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক…

আসন্ন ত্রিদেশিয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আয়ারল্যান্ডে ত্রিদেশিয় সিরিজের জন্য ১৮ সদস্য ও চ্যাম্পিয়ন ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে ঘোষিত আয়ারল্যান্ডে ত্রিদেশিয় সিরিজের বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার নাসির হোসেন।। তবে চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হয়নি তাকে।
এই দলে নতুন মুখ হিসেবে আছেন তরুণ বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। দলে ফেরানো হয়েছে পেসার শফিউল ইসলামকে।

ত্রিদেশিয় সিরিজের বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম।

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম।

চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্যান্ড বাই: নাসির হোসেন, নুরুল হাসান সোহান, শুভাশীষ রায়, মোহাম্মদ সাইফউদ্দিন।
উল্লেখ্য, আগামী ১ জুন ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ। ২০০৬ সালের পর বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে যাচ্ছে।

চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয়ার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশিয় সিরিজে অংশ নিবে বাংলাদেশ। স্বাগতিক আয়াল্যান্ড ও বাংলাদেশসহ এ টুর্নামেন্টে খেলবে নিউজিল্যান্ড। এর আগে ইংল্যান্ডের সাসেক্সে দশ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা।

২৬ এপ্রিল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*