দুই মাস খেলতে পারবেন না মাশরাফি

ক্রীড়া টাইমস…
ক্যারিয়ারের অনেকটা সময়ই ইনজুরিতে ভুগতে হয়েছে অধিনায়ক মাশরাফি মতুর্জাকে। হাঁটুতে একের পর এক অস্ত্রপচার করতে হয়েছে। তবে আজ নিজের বলে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পেয়েছেন তিনি।
ম্যাচ শেষে স্থানীয় এক হাসপাতালে স্ক্যান করানোর পর মাশরাফির ডান হাতের কবজিতে চিড় ধরা পড়েছে। এর ফলে দেড় থেকে দুই মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে তাকে।

ম্যাচের ১৮তম ওভারে বল করতে এসে চোট পান মাশরাফি। নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে হাতের তালুতে বল লাগে সজোরে। ওই ওভারের শেষ চারটি বলও করতে পারেননি মাশরাফি। তার অসমাপ্ত ওভার শেষ করেন মোসাদ্দেক হোসেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাতে ব্যান্ডেজ বেঁধে আসেন মাশরাফি। পড়ে ডান হাতের কবজি স্ক্যান করাতে হাসপাতালে নেয়া হয় টাইগার এই অধিনায়ককে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে প্লাস্টার করা হয়েছে। তবে বিসিবির কেউ এখনো বিষয়টি কেউ নিশ্চিত করেননি।
এদিকে খারাপের মাঝেও ভালো খবর হল, মাশরাফির ইনজুরিটা হলো সফরের শেষ ম্যাচে। বর্তমান সূচিতে আগামী মে মাসের আগ পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে বা টি-টোয়েন্টি নেই।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*