নবীন প্রবীনের মিলন মেলায় অনুষ্ঠিত হলো নিজামপুর উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী


এম মাঈন উদ্দিন…
‘‘এসো মিলি প্রাণের টানে, তোমার আমার শেকড় যেখানে’’ স্লোগান নিয়ে মিরসরাইয়ের নিজামপুর মোসলিম বহুমুখী উচ্চ বিদ্যালযে অনুষ্ঠিত হলো প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী
। বিদ্যালয়ের ৭৩ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে গত শুক্রবার (২মার্চ) আয়োজিত অনুষ্ঠানটি নবীন প্রবীন শিক্ষার্থীদের পদচারণায় আবেগঘন মিলন মেলায় পরিনত হয়। দিনব্যাপী র‌্যালী, স্মৃতিচারণ, মেজবান, গুনীজন সংবর্ধনা, মেজবান, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়।
শুক্রবার সকালে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য র‌্যালীর দিয়ে শুরু হয় পূণর্মিলনী অনুষ্ঠানের কর্মসূচী। র‌্যালীটি হাদি ফকির হাট হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ এলাকা ঘুরে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালী শেষে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক অধ্যাপক সামছু দোহার সভাপতিত্বে সদস্য সচিব নিজাম উদ্দিন ভূঁইয়া ও মীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কিফটন গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক এমডিএম কামাল উদ্দিন চৌধুরী। এসময় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী সামছুল হুদা ভূঞা, অধ্যাপক সৈয়দ এমদাদুল হক, মিজানুল হক, প্রফেসর এ.জে.এম. শহীদুল্লাহ, ডাঃ বরিউল হক, রওশন আরা পেয়ারা প্রমুখ।। আলোচনা সভা শেষে এমডিএম জালাল উদ্দিন চৌধুরী, সামছুল হুদা ভূঞা, সৈয়দ মাহাবুব উল হক, ডাঃ নুরুজ্জামামন, ডাঃ মাহাবুবুল হক, প্রফেসর সামছু দোহা, মনিরুল ইসলাম ইউসুফ, সিরাজ উদ্দিন মোস্তাফা, লায়ন কামাল উদ্দিন, মো.নিজাম উদ্দিন ভূঞা, সৈয়দ আবদুল আলীম তুহিন, সালাহ উদ্দিন, ডাঃ মো.ফজলুল করিম ও রওশন আরা বেগমকে সম্মামনা স্মারক তুলে দেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদ। দুপুরে মেজবান শেষে দ্বিতীয় পর্বে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফেরদৌস হোসেন আরিফের সভাপতিত্বে গুনীজন সংবর্ধনায় ফরিদুল হাসান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত এম ওহাদিদুর রহমান চৌধুরী। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, মুহাম্মদ নুর আল আলম প্রমুখ। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মিজানুল হক, শেখ গোলাম কাদের, নুরল আফসার চৌধুরী, নুর আল আলম, আবুল কাসেশ সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, শাহ আলম, মো. ইউসুফ, অধ্যাপক সৈয়দ এমদাদুল হক, মফিজুর রহমান বিএসসিকে ক্রেষ্ট প্রদান করেন অতিথি বৃন্দ। আলোচনা সভা ও ক্রেষ্ট প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*