প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে মিরসরাইয়ে সপ্তাহ ব্যাপী কর্মসূচী গ্রহণ


নিজস্ব প্রতিবেদক

প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে ফ্রি টিকাদান, স্কুল ফিডিং, র‌্যালী, আলোচনা সভা সহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে উপজেলা প্রাণীসম্পদ অফিস। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সাধারণ সম্পাদক নুরুল আলম, সহ-সভাপতি বিপুল দাশ, প্রচার সম্পাদক এম মাঈন উদ্দিন, অর্থ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, সাংবাদিক সুজন মন্ডল, ভোরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন, সাংবাদিক ইমাম হোসেন, আজিজ আজহার,
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, সেবা সপ্তাহ উপলক্ষ্যে আগামী ২৩ থেকে ২৫ জানুয়ারী পর্যন্ত উপজেলার উত্তর কাটাছরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হাজীশ্বরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ এবং উত্তর ধুম দৌলত বিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মসজিদিয়া নয়দুয়ারিয়া ইউনিসিয়া মাদ্রাসা ও এতিম খানা, করেরহাট সাইবেনীখিল রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়, মধ্যম তালবাড়িয়া খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়, চরশরৎ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিম খাওয়ানো হবে। এছাড়া মিরসরাই পৌর বাজার, মিঠাছরা বাজার, বড়তাকিয়া বাজারে জীবানু ধ্বংসের জন্য স্প্রে করার পাশাপাশি তালবাড়িয়া ও হাজীশ্বরাই এলাখায় গবাদিপশুকে ফ্রি টিকাদান, খামারী সমাবেশ, র‌্যালী, সচেতনামুলক লিপলেট বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডাঃ আজিজুল হক। সংবাদ সম্মেলনে বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*