বিএসআরএম কারখানায় দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু,আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ দগ্ধ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক

লোহার রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম স্টিল মিলসের জোরারগঞ্জের কারখানায় কাজ করতে গিয়ে লোহার গলিত সিসায় দগ্ধ হয়ে আবুল কাশেম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত আরও ৪ শ্রমিকের অবস্থা আশঙ্কজনক। তাদেরকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে বিএসআরএম কারখানায় দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ৫ শ্রমিককে চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডে নিয়ে আসা হয়। আহতদের একজন সন্ধ্যা ৭টার পর মৃত্যুবরণ করেন। অপর চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে।

নিহত কাশেমের বাড়ি মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কচুয়া গ্রামে। তার দুই ছেলে এক মেয়ে।
নিহত এই শ্রমিকের আত্মীয় আবদুর রহিম বলেন, কারখানায় বিস্ফোরণ হয়ে কাশেমের মৃত্যু হয়েছে। তবে কি কারণে এ বিস্ফোরণ হয়েছে তা আমাদের জানাতে পারিনি বিএসআরএম কর্তৃপক্ষ।
চমেক হাসপাতালে দগ্ধ হয়ে ভর্তি হওয়া বাকী চারজন হলেন-গিয়াস উদ্দিন (২৪), নুর হোসেন (৩০), মহিউদ্দিন (২৮) এবং নজরুল ইসলাম (২৪)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. মিথুন পালিত বলেন, তাদের অনেকের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, “গিয়াস উদ্দিনের ৯৮ শতাংশ শ্বাসনালী পুড়ে গেছে, নজরুল ইসলাম ১০০ শতাংশ, মহিউদ্দিন ৮০শতাংশ এবং নুর হোসেনের ৬০ শতাংশ ইনহলেশন ইনজুরিতে জ্বলছে।”
দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বিএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তপন দাশ গুপ্তা বলেন, কারখানায় দুর্ঘটনার কথা শুনেছি। তবে কী কারণে দুর্ঘটনা হয়েছে তা বিস্তারিত জানিনা। খবর নেয়ার চেষ্টা করছি আমরা।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ফ্যাক্টরিতে লোহা গলানোর সময় তরল সীসায় দগ্ধ অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে কাশেম নামের একজন শ্রমিক মারাও যায়। তাছাড়া বাকী চার জনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত হওয়া জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ফরিদ বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। তবে কি কারণে দুর্ঘটনা হয়েছে সেই বিষয়ে জানার জন্য কারখানা কর্তৃপক্ষের সাথে যোগযোগ করা হচ্ছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*