বিদায় ২০১৯

নিজস্ব প্রতিবেদক>>>

আজ মঙ্গলবার সকালে যে সূর্য উদিত হয়েছে সেটিই ২০১৯ খ্রিষ্টাব্দের শেষ প্রভাতের। একইভাবে মায়াবী সাঁঝে ঘন আবির ছড়িয়ে মহাকালের গর্ভে চিরতরে হারিয়ে যাবে আরো একটি বছর। উদিত হবে নতুন সূর্য- আগমন ঘটবে নতুন বছরের। কালের মহাস্রোতে ভেসে যাবে যে বছরটি তা আর কখনো ফিরে আসবে না। পেছনে ফেলে আসা নানা দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনার স্মৃতি ইতিহাস হয়ে থাকবে আমাদের ব্যক্তি জাতীয় ও সামাজিক জীবনে। বিদায় ২০১৯ সাল।

মানুষ কবে থেকে সময়ের হিসাব করা শিখেছে? যখন থেকে সে সংখ্যাজ্ঞান আয়ত্ত করেছে। তবে মানুষ সৃষ্টির সূচনা থেকেই সময়ের আবর্তনে সব কিছুকে সাজিয়ে নিয়েছে। সভ্যতার সূচনা বিকাশ কিংবা নতুন যা কিছু আবিষ্কৃত হয়েছে সময়ের উপস্থিতি সেখানে অনিবার্য। সময় এবং মানুষের জীবন তাই এক অবিভাজ্য সত্তা। সময়কে কখনোই জীবন থেকে পৃথক করা যায় না। জীবন সময়েরই এক প্রবহমান রূপ; যা ভেসে চলে। স্রোতস্বিনীর মতো তা মহাকালের মহাসমুদ্রে বিলীন হয়ে যায়। বিস্মৃতিপ্রবণ মানুষ কখনো সেখান থেকে নুড়ি কুড়িয়ে এনে আত্মনিমগ্নতায় ডুব দেয়।

Ad by Valueimpression
বিদায়ী ২০১৯ সাল নানান কারণে আমাদের জাতীয় জীবনে আলোড়ন তুলেছে। অনেক ঘটনাপ্রবাহের সাক্ষী হয়ে আছে বিদায়ী বছরটি। ২০১৯ সালের সূচনা হয়েছিল আওয়ামী লীগের সরকার গঠনের মধ্য দিয়ে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নজিরবিহীন এক নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ৭ জানুয়ারি বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ফেব্রুয়ারি মাসে। ফেনীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদের হত্যাকাণ্ড, ক্যাসিনোবিরোধী অভিযানে সরকারি দলের প্রভাবশালী নেতাদের গ্রেফতার, পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রাজাকারের তালিকা প্রকাশ নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে উচ্চতর আদালতের আদেশ, হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু এসব জাতীয় পর্যায়ে আলোচিত বিষয় ছিল। ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি এবং বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকাণ্ড দেশের মানুষকে প্রবলভাবে নাড়া দিয়েছে। নুসরাত হত্যায় জড়িতদের প্রাথমিক বিচারপ্রক্রিয়াও শেষ হয়েছে বিদায়ী বছরেই। আবরার ফাহাদের হত্যাকাণ্ড মেধাবীদের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত বুয়েট ক্যাম্পাসের নগ্ন এক রূপ প্রকাশ করেছে। সরকার অবশ্য খুব শক্তভাবে বিষয়টি সামাল দিতে সক্ষম হয়।

বছরের শেষদিকে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নাগরিক জীবনকে উদ্বিগ্ন করে তোলে। অবস্থা এমন দাঁড়ায় যে পেঁয়াজের মূল্য কেজি প্রতি ৩০০ টাকায় পৌঁছায়। লবণ নিয়েও গুজবে বাজার অস্থির হয়ে ওঠে। বছরের শেষটায় রাজাকারের তালিকা প্রকাশে বিতর্ক সৃষ্টি করে। অনেক মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় ওঠায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। একপর্যায়ে সরকার এ তালিকা বাতিল করতে বাধ্য হয়। বছরজুড়ে রাজনৈতিক কোনো সুখবর ছিল না। যে নিয়ন্ত্রিত গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল কয়েক বছর আগে তা বজায় ছিল যথারীতি। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির উল্লেখ করার মতো কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। মাঝে মধ্যে তারা দুয়েকটি গতানুগতিক কর্মসূচি পালন করলেও সরকারের সামনে চ্যালেঞ্জ সৃষ্টি করার মতো কোনো কিছুই প্রধান বিরোধী দলগুলোর পক্ষ থেকে লক্ষ্য করা যায়নি। বিদায়ী সালটি অর্থনৈতিকভাবে মন্দার মধ্যে পার হয়েছে। দ্রব্যমূল্য বাড়লেও মানুষের আয় বাড়েনি। সরকারের ক্যাসিনোবিরোধী অভিযান সাধারণ মানুষের প্রশংসা কুড়ায়। ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠলে সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশানে নামে। তবে রাজনীতির ময়দানে প্রতিযোগিতামূলক মনোভাবের অভাব বছরজুড়েই তীব্রভাবে অনুভূত হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*