মস্তাননগরে ১৪ দোকানের দুই মাসের ভাড়া নেবেন না আওয়ামী লীগ নেতা কামরুল


নিজস্ব প্রতিনিধি

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী অঘোষিত ‘লকডাউন’ চলছে। ফলে স্থবির হয়ে পড়েছে মানুষের কর্ম ব্যস্ততা। বন্ধ রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। এতে সংসার চালানোর চেয়ে কপালে চিন্তার ভাজ পড়েছে দোকান ভাড়া নিয়ে। আর ব্যবসায়ীদের কথা চিন্তা করে এবার দুই মাসের দোকান ভাড়া নেবেন না মিরসরাই উপজেলার মস্তাননগর এলাকার জালাল আহম্মেদ মিঝি মার্কেটের মালিক ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান।

ব্যবসায়ী আলা উদ্দিন ও লোকমান হোসেন বলেন, ‘করোনা ভাইরাসের কারণে দোকান বন্ধ রয়েছে। এ অবস্থায় দোকানের ভাড়া নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম। জালাল আহাম্মেদ মিঝি মার্কেট ১৪টি দোকান রয়েছে। এসব দোকানের দুই মাসের জন্য ভাড়া মওকুফ করায় আমরা অনেক খুশি।

মার্কেটের মালিক কামরুল হাসান বলেন, ‘করোনা ভাইরাস মোকাবেলা করতে হলে আমাদেরকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। আমার ভাড়াটিয়ারা অনেকটা দিনমজুর। করোনার কারণে মানুষ সব ঘরবন্ধী হয়ে গেছে, তাদের কাজও কমে গেছে। তারা নিজেরা খাবে নাকি আমাকে দিবে। তাই দুই মাসের ভাড়া না নিলে তেমন সমস্যা হবে না আমার।

তিনি আরও বলেন, আমার বাবার কাছ থেকেই মানুষের প্রতি দায়িত্ববোধ শিখেছি। আমি নিজেও মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারপরও আমি এই সিদ্ধান্ত নিয়েছি।

কামরুল জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মকবুল আহম্মদ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টারের ভাগিনা।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ এপ্রিল) মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসাইন ৫ জন ভাড়াটিয়ার একমাস ও ১২ জন ভাড়াটিয়ার ২ মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*