
নিজস্ব প্রতিনিধি :::
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দিনব্যাপী মহামায়া ইকোপার্কে শুরু করা এই বনভোজনে কোমল শিশুদের নিয়ে খেলাধুলা ও নানা হৈচৈ বিনোদন মূলক আয়োজন, কবিতা আবৃত্তি, গান ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জনার্দ্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অর্জুন চন্দ্র নাথ ও এসএম আলাউদ্দিন আল আজাদের সার্বিক তত্বাধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. সুজাউল হক নিজামী, প্রধান শিক্ষক নিবেদিতা দে, সহকারী শিক্ষক ফেরদৌস আরা বেগম, আইনুন নাহার, মুক্তা মজুমদার, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস খান, মিরসরাই উপজেলা ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. মাসুক উদ্দিন ও মো. হারুন সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।