মিরসরাইয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সেলুন দোকানী শিপন


নিজস্ব প্রতিনিধি…
মিরসরাইয়ে এক যুবক হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই যুবকের নাম শিপন চন্দ্র শীল। সে উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী (শরৎ বাড়ী) গ্রামের মৃত শ্রীদাস চন্দ্র শীল ও বকুল চন্দ্র শীলের পুত্র। তার বর্তমান নাম মুহাম্মদ সালমান। ২৬ বছর বয়সী এই যুবক কাটাছরার আব্দুস সাত্তার ভূঁইয়ারহাটের সেলুন দোকানী।
গত ১৯ জানুয়ারি ফেনী ১ম শ্রেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুননেছা ও ফেনী জজ কোর্টের এডভোকেট মীর মোশাররফ হোসেনের মাধ্যমে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ফেনী বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয়ে মাওলানা শরিফুল ইসলাম ইজ্জতপুরীর হাতে কলেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ মৌখিকভাবে উচ্চারণ ও অন্তরে বিশ্বাস স্থাপন করে শিপন চন্দ্র শীল ইসলাম ধর্ম গ্রহণ করে।
ইসলাম ধর্ম গ্রহণ করার পর সালমান অনুভূতি ব্যক্ত করে বলেন, বর্তমানে আমি ২৬ বছরের যুবক। আমার এই দীর্ঘ বয়সে আমি হিন্দু ধর্মের সাথে সাথে ইসলাম ধর্মের নিয়মকানুন সম্পর্কে অবগত হই।
তিনি আরো বলেন, সকল ধর্মের মধ্যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ও পবিত্র ধর্ম। তাই আমার বিশ্বাস এবং অনুভূতির মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন করি এবং আমার বাকী জীবন ইসলামী অনুশাসনের মাধ্যমে পরিচালনা করবো।
আবুরহাট মনিরুল ইসলাম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা শহীদুল ইসলাম বলেন, শিপন ইসলাম ধর্ম গ্রহন করার পূর্বে আব্দুস সাত্তার ভূঁইয়ারহাটে তার সেলুন দোকানে গান বাজনার পরিবর্তে বিভিন্ন ওয়ায়েজীনের ওয়াজ শুনতেন। ওয়াজ শোনার মাধ্যমে তার অন্তর ইসলাম ধর্মের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং সময়ান্তে সে সিদ্ধান্ত নেয় ইসলাম ধর্ম গ্রহণ করবে। সম্প্রতি সে আমার সাথে দেখা করে এবং আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করে। পরবর্তীতে আমি তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সকল কার্যাদি সম্পন্ন করতে সহায়তা করি।
কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী গ্রামের বাসিন্দা ২৬ বছর বয়সী যুবক শিপন চন্দ্র শীল হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার সত্যতা স্বীকার করেন। তিনি আরো জানান, তার বর্তমান নাম সালমান। সালমান সত্যেরও শ্রেষ্ঠ ধর্ম ইসলামের সকল নিয়মকানুন মেনে যেন আগামীর দিনগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারে সেজন্য সকল মুসলিম ভাইবোনদের কাছে দোয়া কামনা করছি। আমি ব্যক্তিগতভাবে তার খোঁজখবর নিয়েছি, শীতবস্ত্র প্রদান করেছি এবং আর্থিকভাবেও সহায়তা করেছি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*