
নিজস্ব প্রতিনিধি
আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে চট্টগ্রামের মিরসরাইয়ে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন সাবেক ছাত্রনেতা সালাহ উদ্দিন আহম্মদ। সোমবার (১৮ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়পত্র জমাদানের বিষয়ে সালাহ উদ্দিন আহম্মদ জানান, দীর্ঘদিন সময় ধরে রাজনীতির পাশাপাশি সমাজ সেবার সাথে জড়িত রয়েছি। উপজেলাজুড়ে বৃহৎ পরিসরে জনগনের সেবা করতে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। এজন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।