মিরসরাইয়ে মাহফিল শেষে তাবারুক নেওয়ার সময় মসজিদের দেয়াল ভেঙ্গে এক শিশু নিহত, আহত অর্ধশত

এম মাঈন উদ্দিন…

মিরসরাইয়ের চিনকী আস্তানায় মাহফিল শেষে তাবারুক নেওয়ার সময় মসজিদের দেয়াল ভেঙ্গে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।  উপজেলার জোরারগঞ্জ থানার চিনকি আস্তানা রেল ষ্টেশন সংলগ্ন আব্দুল গনি ওয়াকফ ষ্টেট জামে মসজিদের উদ্যেগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে দোয়াও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় মসজিদ প্রাঙ্গনে৤

 

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩ টা থেকে শুরু হওয়া মাহফিল শেষ হয় রাত সাড়ে ১১ টার সময়। মাহফিল শেষে তাবারুক গ্রহণকালে হঠাৎ মসজিদের ২য় তলার ৩ ফুট গাঁথুনীর একটি দেয়াল ভেঙ্গে নিচে পড়ে আহত হয়েছে অর্ধশত।আহতদের মধ্যে প্রায়ই শিশু।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালও বারইয়ারহাট পৌরসভার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়৤ আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৤ খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে৤

 

জানা যায়, পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে চিনকি আস্তানা রেল ষ্টেশন সংলগ্ন আবদুল গনি ওয়াকফ ষ্টেট জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল শুক্রবার বেলা ৩ টা মসজিদ প্রাঙ্গনে শুরু হয়৤ এতে প্রধান ওয়ায়েজিন ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা মেজবাউল ইসলাম লতিফী৤
এছাড়া ওয়াজ করেন মাদবারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল হালিম হেলালী৤ মাহফিলের সভাপতিত্ব করেন আলহাজ্ব মাষ্টার মুফিজুর রহমান৤ মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন নুর মোহাম্মদ খন্দকার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফরাজী৤

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*