মিরসরাইয়ে লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক

মিরসরাইয়ে উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের রাজাপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ে দিন ব্যাপী চক্ষু শিবির, খতনা ,বৃক্ষ রোপন, ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব খুলশি, লায়ন্স ক্লাব অব মিরসরাই, লায়ন্স ক্লাব সৈবাল, লায়ন্স ক্লাব অব চিটাগং সিটি অর্থায়নে এবং লিও ক্লাব অব খুলশি ব্লু, লিও ক্লাব অব খুলশি , লিও ক্লাব অব খুলশি হিল ভিউ, লিও ক্লাব অব ডায়নামিক সিটি সহযোগিতা উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

এসয় লিও মোঃ শাহাদাত হোসেনের সঞ্চলনায় ও লিও ক্লাব অব খুলশি বøু প্রতিষ্ঠাতা সভাপতি লিও রাজিব চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন মাঈন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, লিও নপুর চন্দ্র দাশ, লিও জাহেদ, লিও সুজন, লিও নাঈমুল, লিও নয়ন, লিও রাজিব পাল, লিও সৈকত চৌ, লিও সৈকত মজুমদার,লিও শওকত, লিও আলী হায়দায় সহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল হালিম বাবু, মাষ্টার নাছির উদ্দিন, মোঃ কামাল উদ্দিন, মোঃ নুর নবী, একরাম, আলী আজম, মামুন, আরিফ, সালা উদ্দিন সহ প্রমুখ ।
উক্ত অনুষ্ঠানে ৩০ জন হত দ্ররিদ্য শিশুকে খতনা,প্রায় ২০০ জনকে চক্ষু চিকিৎসা, হত দ্ররিদ্য ১০ জন শিক্ষাথীকে শিক্ষা উপকরন ও বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়।

উল্লখ্য যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশেনাল এই মাসকে সেবা কার্যক্রম প্রদান মাস হিসেবে পরিচালনা করে থাকে। উক্ত অনুষ্টানের মাধ্যমে লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশি অক্টোবর সার্র্ভিসের শুভ সুচনা করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*