মিরসরাইয়ে শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নিয়াজ মোর্শেদ এলিট-‘ভালো পড়াশোনার পাশাপাশি সবাইকে আলোকিত মানুষ হতে হবে’

এম মাঈন উদ্দিন…
চিটাগাং খুলশী কাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জুনিয়র চেম্বারের ভাইস প্রেসিডেন্ট তরুণ উদ্যোক্তা নিয়াজ মোর্শেদ এলিট বলেছেন, শুধু পড়াশোনা করলে হবেনা, পড়াশোনার পাশাপাশি সবাইকে আলোকিত মানুষ হতে হবে। তারপর সমাজ ও দেশকে অনেক কিছু দিতে পারবে। আর আলোকিত মানুষ সৃষ্টির কাজ করছে শিক্ষা প্রতিষ্ঠান। তিনি বলেন, মানুষ এখন অনেকটা আত্মকেন্দ্রীক চিন্তা ভাবনা করে। আমরা যার যার অবস্থান থেকে যদি সমাজে কিছু করি তাহলে মানুষ উপকৃত হবে। তিনি আরো বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সংগ্রামের প্রয়োজন । আর এজন্য কৌশল, আন্তরিকতা ও একটি সুনির্দিষ্ট ল্য থাকতে হবে।

শনিবার (২৮ জানুয়ারী) সকালে মিরসরাইয়ের শফিউল আলম উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উৎসবের ২য় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল আলম বিকম (অনার্স) এম.কম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: নুর উজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিটাগাং খুলশী কাবের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মো‏হাম্মদ রফিক উদ্দিন বাবুল, সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এ এম শাহ জাহান, সুপ্রিম কোর্টের সাবেক এটর্নী জেনারেল এডভোকেট আকবর হোসেন, রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মোহাম্মদ কামাল উদ্দিন, শফিউল আলম আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইউসুফ, মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম গোলাম সরোয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ শাহাজান, সমাজ সেবক নিজাম উদ্দিন মেম্বার, আব বক্কর মেম্বার, প্রাক্তন ছাত্র মোজাম্মেল হোসেন, আকবর হোসেন রাশেল প্রমুখ।

পরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*