মিরসরাইয়ে সিএনজি অটোরিক্সা চালক সমিতির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি…

মিরসরাইয়ের মিঠাছরা-বামনসুন্দর দারোগারহাট-সুফিয়া বাজার-এছাক ড্রাইভারহাট-শাহজীবাজার সিএনজি অটোরিক্সা চালক সমিতির ২০১৭-১৮ দুই বছর মেয়াদী নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ মে) বামনসুন্দর দারোগারহাট বাজারের সিএনজি অটোরিক্সা চালক সমিতির কার্যালয়ে ১ টি বুথে ভোটগ্রহণ সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। নির্বাচনের ফলাফলে ছাতা প্রতীক নিয়ে ১৭৮ ভোট পেয়ে শামসুদ্দীন সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ মোস্তফা চেয়ার প্রতীকে পায় ১১০ ভোট। কাপ-পিরিচ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন আজিজুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহাব উদ্দিন সিলিং ফ্যান প্রতীকে পায় ৯১ ভোট। কলস প্রতীকে নুরুল আমিন রহিম ২৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন হারিকেন প্রতীকে পায় ৬৭ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন সহ-সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন (হাতপাখা), সাংগঠনিক সম্পাদক পদে নুরের নবী (খেঁজুর গাছ), প্রচারও দপ্তর সম্পাদক পদে উজ্জ্বল ঘোষ (বই)। অর্থ সম্পাদক পদে গরুর গাড়ী প্রতীকে ২২৪ ভোট পেয়ে ইকবাল হোসেন নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খোরশেদ আলম ডিপটি গোলাপ ফুল প্রতীকে পায় ১৪৮ ভোট। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মই প্রতীকে ১৯৩ ভোট পেয়ে নুর উদ্দিন নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ কবির তালা-চাবি প্রতীক নিয়ে পায় ১৪৪ ভোট। লাইন সম্পাদক হিসেবে তাল প্রতীকে ২০৭ ভোট পেয়ে গিয়াস উদ্দিন নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ খোকা আম প্রতীকে পায় ১৮১ ভোট।

 

ভোট কেন্দ্র পরিদর্শন করেন গৃহায়নও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (প্যানেল-২) ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা, কাটাছরা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, মিঠানালা ইউপি চেয়ারম্যান খায়রুল আলম ভূঁইয়া প্রমুখ।

নির্বাচন কমিশনার সাইফ উদ্দিন সিপন জানান, মোট ভোটার ছিল ৫১৩ জন। নির্বাচনে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। ১৯ জন প্রার্থীর পক্ষে ১৯ জন এজেন্ট ছিল। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করে ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ২ জন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ২ জন, লাইন সম্পাদক পদে ৫ জন। প্রিসাইডিং অফিসার ১ জন ও পোলিং অফিসার পদে ২ জন দায়িত্ব পালন করেন। এছাড়া ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সর্বাতœক প্রচেষ্টা এবং জোরারগঞ্জ থানা পুলিশ, মিরসরাই থানা পুলিশও আনসার ব্যাটলিয়ন সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষায় পূর্ণাঙ্গ সহায়তার ফলে নিরবিচ্ছিন্নভাবে সুষ্ঠও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*