মিরসরাই উপজেলা ছাত্রদল ঐক্য পরিষদের উদ্দ্যােগে খালেদা জিয়া, আসলাম চৌধুরীসহ কারাবন্ধী নেতাদের মুক্তির দাবীতে সমাবেশ

নিজস্ব প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী মিরসরাই বিএনপির আহবায়ক নুরুল আমিন
কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম সহ সকল কারাবন্ধীদের মুক্তির দাবিতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩মে) চট্টগ্রাম মহানগরের নাসিমন ভবনে অনুষ্ঠিত কর্মী সভায় সভা, প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয়ের ভি পি, উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাজিম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম।

উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাছুম বিল্লার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনজুরুল হক বাহার,মায়ানী বিএনপির সভাপতি নুর হোসেন,দুর্গাপুর বিএনপির সভাপতি জসিম উদ্দিন,হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, যুবদল নেতা এস এম হারুন, কাজি মনির,মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নাজিম উদ্দিন,সিতাকুন্ড উপজেলা ছাত্রদলের সভাপতি ইরফানুল হাসান রকি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মামুন উর রশিদ মামুন,সহ সভাপতি এ্যাডভোকেট আইনুল কামাল,মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম,সাবেক ছাত্র নেতা খায়ের উদ্দিন মাসুক,মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা আর এ বাপ্পি,আদনান মাহমুদ চৌধুরী, এহছানুল হক তামিম,সরোয়ার হোসেন জনি,মোমিনুল ইসলাম,কাওছার উদ্দিন,তৌহিদুল ইসলাম হৃদয়,কেফায়েত উল্লাহ,শাহাদাৎ খান,মঈন উদ্দিন টিপু,ইকবাল হোসেন ইমন প্রমুখ।

প্রধান বক্তা শাহীদুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন,দেশনেত্রীসহ সকল রাজবন্দিদের মুক্তির জন্য আন্দোলন একমাত্র পথ।আর এই আন্দোলনকে সফল করতে হলে ছাত্রদল সহ সকলপর্যায়ে সাংগঠনিক ঐক্যের কোন বিকল্প নেই।কমিটি ও পাল্টা কমিটি গঠনে মনযোগ না দিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মনযোগ দেন সংগঠন লাভবান হবে ,আন্দোলনও সফল হবে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*