মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যােগে মুজিবনগর দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি..

মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর দিবস পালন করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকোশলী কর্মকর্তা আবু সাঈদ খানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের (দায়িত্বপ্রাপ্ত) চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা সমাজর সেবা কর্মকর্তা জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ, ডেপুটি কমান্ডার আবুল হাশিম সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলোন।

এইসময় বক্তরা বলেন, ১৯৭১ সালের (১০ এপ্রিল) জাতীয় প্রাদেশিক পরিষদে নব-নির্বাচিত সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ গণপরিষদ গঠন করে মেহেরপুরের বৈদ্যনাথ তলাকে মুজিবনগর নামকরণ করে রাজধানী ঘোষণা করা হয় এবং জারি করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র।

এছাড়া মুজিবনগর প্রতিষ্ঠা, স্বাধীনতা অর্জন এই সকল বিষয়ের স্মৃতিপট সবার সামনে তুলে ধরেন।
সর্বশেষ, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*