মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহ উদ্দিনকে কারাগারে প্রেরণ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও নিন্দা

নিজস্ব প্রতিবেদক…

মিরসরাই উপজেলা বিএনপির বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিমকে কারাগারে প্রেরণের প্রতিবাদে সোমবার বিকেলে চট্টগ্রাম নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আবছার জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, নুরুল আফছার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম, বিএনপি নেতা মোঃ আলা উদ্দিন, মাঈন উদ্দিন, উপজেলা যুবদল নেতা মোঃ জহির উদ্দিন, এসএম হারুন, মোল্লা আফলাতুন, জাকারিয়া, উপজেলা ছাত্রদল নেতা হোসাইন মোঃ ফরহাদ, সরোয়ার হোসেন রুবেল, সাদ্দাম হোসেন, এইচএম খায়ের উদ্দিন মাসুক, তৌহিদুল ইসলাম হৃদয়, মোহাম্মদ মাসুদ, জিয়া উদ্দিন, কাজী সাজ্জাদ হোসেন।

 

এছাড়া তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তবাদী পেশাজীবি পরিষদেও সাংগঠনিক সম্পাদক আ.ক.ম জান্নাতুল করিম খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান চৌধুরী, নুরুল আবছার, বারইয়ারহাট পৌসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, বিএনপি নেতা শহীদুল ইসলাম মেহেদী, কমিশনার সাইদুল ইসলাম মামুন, মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, পৌরসভা যুবদল আহবায়ক কামরুল হাসান লিটন, বিএনপি নেতা আবু জাফর।

প্রসঙ্গত, সোমবার সালাহ উদ্দিন সেলিমকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়ে জেলা দায়রা জজ আদালত। দুপুরে বিস্ফোরক দ্রব্য আইন ও গাড়ি ভাংচুরের মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক হেলাল উদ্দিন। ২০১৪ সালে মিরসরাই ও সীতাকুন্ড থানায় তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*