নিজস্ব প্রতিবেদক
ওমানে বসবাসরত মিরসরাইবাসীর প্রাণের সংগঠন ওমান মিরসরাই সমিতির ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ আগষ্ট) ওমানের কুরুম বিচ এলাকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঈদ আড্ডা, আলোচনা এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ রিয়াদ বলেন, পরিবার-পরিজন ছেড়ে প্রবাসে ঈদ উদযাপন করার মাঝে একটি অতৃপ্তি কাজ করে। আমরা প্রবাসী মিরসরাইবাসীর ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে এই আয়োজন করেছি।

দূর দূরান্ত থেকে মিরসরাইয়ের টানে সবাই ছুটে এসেছে। আমরা একই মায়ের সন্তানের মতো ওমানে বসবাস করে নজীর সৃষ্টি করেছি।
ওমান মিরসরাই সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি শহিদ খান, মোহাম্মদ রুমন, ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল এনামুল হক এনাম সহ আরো অনেক।