লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের উদ্যোগে এবং লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের ব্যবস্থাপনায় করোনা সচেতনতামূলক মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ক্লিফটন গ্রুপের সৌজন্যে আজ (১৫ সেপ্টেম্বর বুধবার) মিরসরাই উপজেলার নিজামপুর সরকারী কলেজের শিক্ষার্থীদের জন্য পাঁচ (৫) হাজার পিচ কাপড়ের মাস্ক বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল উক্ত মাস্ক কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিনের নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন শান্তিনীড় উপদেষ্টা ও কাস্টমস্ কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, প্রভাষক ইশতেহারুল আলম, প্রভাষক আবু মোঃ কায়ছার, প্রভাষক আবু সুফিয়ান, প্রভাষক আশরাফ খাঁন, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান, লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের সেক্রেটারী লিও আসিফুল ইসলাম, লিও আজিম উদ্দিন, লিও আইনুল ইসলাম চৌধুরী, লিও আলাউদ্দিন, লিও আহসান সাকিব, লিও আবু নোমান প্রমুখ।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের ২০২১-২০২২ সেবাবর্ষের সিগনেচার একটিভিটি হিসেবে মিরসরাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মাস্ক বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
