শামসুন্নাহার চৌধুরী লোপা’র পিএইচডি ডিগ্রী অর্জন

নিজস্ব প্রতিবেদকঃ

মিরসরাই উপজেলার জর্নাদ্দনপুর গ্রামের শামসুন্নাহার চৌধুরী লোপা পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদেও আওতাধীন লোক প্রশাসন বিভাগ থেকে তিনি এ ডিগ্রী অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল“পলিসি এডভোকেসী স্ট্রেটেজীস অব এনজিওস ফর দ্যা প্রিভেনশন অব এসটিডিএইড্স ইন চিটাগং : এ কেইস স্টাডি”। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মোঃ শায়রুল মাশরেখ’র তত্ত্বাবধানে তিনি এ দীর্ঘ গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০৯ তম সিন্ডিকেট সভায় তাঁর এ ডিগ্রী অনুমোদন করা হয়।

তিনি মহান মুক্তিযুদ্ধেও অন্যতম সংগঠক,বিশিষ্ট শ্রমিক নেতা ও প্রগতিশীল রাজনীতিবিদ কমরেড আহসান উল্লাহ চৌধুরী’র কন্যা এবং সমাজ উন্নয়ন সংগঠন ইপসা’র প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান’র সহধর্মিনী। তিনি বিভিন্ন সমাজ উন্নয়ন ও সমাজকল্যাণ মূলক সংগঠন এবং নারী উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িত।বর্তমানে তিনি বিভিন্ন একাডেমিক-ননএকাডেমিক গবেষণা কর্মকান্ডের সম্পৃক্ত আছেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*