শিক্ষার্থীদের উসকানি নিয়ে লাভ নাই- মোশাররফ হোসেন এমপি

::নিজস্ব প্রতিনিধি::
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, সুন্দরী মাইয়া যখন প্রধানমন্ত্রী ছিল তখন বাংলাদেশের মানুষ কোন ভাতা পায়নি। কিছু দিন আগে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৪টি বাস দিয়েছেন। নিহতের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েছেন। শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছেন। কিন্তু বিএনপি উসকানি দিয়ে আন্দোলনকে দীর্ঘ করতে চেয়েছিল। তাদের ষড়যন্ত নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীদের উসকানি দিয়ে লাভ নাই সাহস থাকলে মাঠে নেমে দেখান। জনগন আপনাদের প্রতিহত করবে। তিনি শনিবার (১১ আগষ্ট) সকালে বারইয়ারহাট পৌরসভা কর্তৃক আয়োজিত সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগী সমাবেশে এসব কথা বলেন।
বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও লাইসেন্স পরিদর্শক নুরুল করিমের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী। উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, চেয়ারম্যান আবুল খায়ের জাহাঙ্গীর ভূইয়া, আবু সুফিয়ান বিপ্লব, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল মোস্তফা মানিক, ইফতেখার উদ্দিন পিন্টু, আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন ইমন, প্যানেল মেয়র মো. হারুন, বারইয়ারহাট পৌর কাউন্সিলর আবু সুফিয়ান লাতু, মোশারফ হোসেন, আনোয়ার হোসেন সুমন, এম.এ খালেক, আতাউল্ল্যা, আজিজুল হক মান্না, রফিকুজ্জামান বাবুল, আব্দুল মোতালেব খান সাব, শাহানাজ বেগম, শিল্পী ভৌমিক, জাকিয়া আক্তার, যুবলীগ নেতা জামিল, জামাল, মেজবাহ উদ্দিন মিঠু, নূর হোসেন, মো. শাহজাহান, মামুন প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকলে সব ভাতা বন্ধ হয়ে যাবে। আপনারা কারো মিথ্যা অপপ্রচারে কান দেবেন না। শেখ হাসিনা তৃতীয় সৎ রাষ্ট্র নায়ক। উনি দিনে ১৮ ঘন্টা কাজ করে থাকেন। যা বিশ্বের অন্য রাষ্ট্র নায়করা করেন না।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*