নিজস্ব প্রতিবেদক…
আল হক নুর একাডেমী ট্রাস্টের অধিনে মসজিদ নুর ও জামেয়া নুর তালিমুল কোরআন মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারী) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম বাকখালী হাঁচুপাড়ায় এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম তাজুল ইসলাম নিজামী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আনেয়ারুল হক আল-আযহারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াসার সাবেক সচিব সিরাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, পাটোয়ারী ফাউন্ডেশনের চেয়ারম্যান মারূফ পাটোয়ারী, লালানগর মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রাজ্জাক, লফিতীয়া জহুরীয়া ট্রাস্টের চেয়ারম্যান কাজী মাওলানা কফিল উদ্দিন লতিফী, মহানগর মাদ্রাসার সুপার মাওলানা মহিউদ্দিন, লালানগর মাদ্রাসার সুপার মাওলানা তৌহিদুল আলম, সীতাকুন্ড উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি রফিক উদ্দিন আহম্মদ ভেন্ডর, মোশাররফ হোসেন আল-আযহারী ইসমাঈল হোসেন বিএসসি, ইমাম উদ্দিন প্রমুখ ।