সীতাকুন্ডে কাভার্ডভ্যান চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

সীতাকুন্ড প্রতিনিধি…

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে কাভার্ডভ্যান চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত বুধবার রাত সোয়া ১০ টায় ভাটিয়ারী বানুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন এজাহার মিয়ার পুত্র রাকিব (২৫), মোহাম্মদ সৈয়দের পুত্র জাবেদ (৩০) ও মৃত মোসলেমের পুত্র নয়ন (২৬)। নিহত তিন জনের বাড়ি সীতাকুন্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাটস্থ ফকিরপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি কাভার্ডভ্যান (চট্টমেট্টো-ট-১১-৫৭৩০) সীতাকুন্ডের বানুর বাজার এলাকা অতিক্রমকালে একইমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সামনে থাকা অপর একটি কাভার্ডভ্যানের ভেতরে ঢুকে যায়। এতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলটি (চট্টমেট্টো-হ-১১-২৫৪৯) দুমড়ে মুুচড়ে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।

গুরুতর আহতবস্থায় অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যান চালক জসিম উদ্দিনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোর্পদ করেছে।

এদিকে দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেনের ঢাকামুখী লেনটি যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধার করে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল আবার শুরু হয়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান, বুধবার রাত সোয়া ১০ টার সময় দুঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল দুই আরোহীর নিহত হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*