সীতাকুন্ডে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৮ ও আহত ৪ শতাধিক, কাঁপলো ১৫ কিলোমিটার এলাকা

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের ৩ সদস্য সহ ১৮জন নিহত হয়েছে বলে জানা গেছে।

এছাড়া অগ্নিকাণ্ডে পুলিশসহ প্রায় চার শতাধিক মানুষ আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এবং নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. রুবেল রানা।

শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডিপোতে থাকা কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

জানা যায়, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে কাশেম জুট মিল গেট এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয় সেখানে। পরে ফায়ার সার্ভিসের আরও ১৫ ইউনিট ‍যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে কনটেইনার ডিপোর আশপাশের ১০ থেকে ১২ কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়ে। এতে বিএম কনটেইনার ডিপো এলাকার মসজিদ-মাদ্রাসা ও আশপাশের প্রায় ২০০ ঘরবাড়ির জানালার কাঁচ ভেঙে যায়।

এদিকে চট্টগ্রাম মেডিকেলে আহতদের দেখতে ছুটে যান সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।

এ সময় সিভিল সার্জন চট্টগ্রাম নগরীর সকল প্রাইভেট হাসপাতালের ডাক্তারদের চট্টগ্রাম মেডিকেলে এসে আহতদের চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*