হাদিফকিরহাটে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে কার্যক্রম চলছে



নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাদিফকিরহাটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটে কার্যক্রম চলছে। গত ২৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করার কর গ্রাহকরা সেবা গ্রহণ করতে এজেন্ট ব্যাংকে ছুটে যাচ্ছেন। বাজারের রহমান সেন্টারের ২য় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংকের এভিপি ও মিরসরাই শাখা প্রধান মোঃ লুৎফুল্লাহিল মজিদের সভাপতিত্বে ও শাখার সিনিয়র অফিসার, মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক চট্টগ্রাম উত্তর জোনের হেড অব জোন নূরুল হোসাইন কাওসার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, এজেন্ট ইনচার্জ এ এম এগ্রোর ম্যানেজিং পার্টনার মুহাম্মদ মিছবাহুল আলম। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবি সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এজেন্ট আউটলেট এ এম এগ্রোর চেয়ারম্যান এমদাদুল হক বলেন, মিরসরাইয়ে গড়ে উঠছে এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগর। আগামী কয়েক বছর পর এখানকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বর্তমান সরকারের ডিজিটাল দেশ গড়ার অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কার্যক্রমসহ সেলফিন, এটিএম, সিআরএম সহ ডিজিটাল পদ্ধতিতে নিত্যনতুন ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। আমরা গ্রাহকদের সব সময় উন্নত সেবা প্রদানে বদ্ধপরিকর।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*