আমি এমপি নির্বাচিত হলে আন্তর্জাতিক মানের কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলবো- রুহেল


নিজস্ব প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বলেন ‘আমি এমপি নির্বাচিত হলে মিরসরাইয়ে আন্তর্জতাকি মানের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ছেলে-মেয়েরা পড়াশোনা শেষে দক্ষ না হওয়ার কারণে চাকরী থেকে বঞ্চিত হয়। কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষার মাধ্যমে তারা দক্ষ হিসেবে গড়ে উঠবে। এখন আর চাকরীর জন্য বিদেশে যাওয়া প্রয়োজন হবে না, মিরসরাইয়ে বিদেশী কোম্পানীগুলো বিনিয়োগ করছে। এখানকার ছেলে মেয়েরা মিরসরাইয়ে চাকরী করবে।’

তিনি আরো বলেন, ‘ একটি মাফিয়া চক্র এবারের নির্বাচন বানচাল করতে চাচ্ছে। তা করতে দেওয়া হবেনা। তাঁরা বিএনপি-জামায়াতের লোকজন নিয়ে মাঠে নেমেছে। জামায়াতের লোক এখন তাদের পোস্টার লাগাচ্ছে। তাই তাদের মত লোককে এমপি হতে দেয়া যাবেনা।’

রবিবার (২ জানুয়ারি) মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ফরহাদ হোসাইনের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ৫৪ বছর আপনাদের সেবা করেছেন। আপনাদের পাশে ছিলেন, আমিও থাকবো। সপ্তাহে দু’বার আমি মিরসরাই আসবো। প্রতিটি মানুষের সমস্যা শুনে তা সমাধানের চেষ্টা করবো।’

এসময় আরো বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, সাবেক মেয়র এম শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন, আনোয়ার হোসেন চৌধুরী সুজন, মোজাহের হোসেন চৌধুরী সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার এনামুল হক, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, যুগ্ম সম্পাদক নুরুল আবছার সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. ফরহাদ হোসাইন, পৌরসভার কাউন্সিলর ইলিয়াছ হোসেন লিটন, জহির উদ্দিন, জামাল উদ্দিন লিটন, ওসমান গনি, আল ফাইহাত সংগ্রাম।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*