খোরমাওয়ালা কেপিএল অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৯ এর উদ্ভোধন

::নিজস্ব প্রতিনিধি::

খোরমাওয়ালা কেপিএল অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৯ এর উদ্ভোধন করা হয়। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে টুটর্ণামেন্টের উদ্বোধন করেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাস্টার। সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে টুর্ণামেন্টের সূচনা করা হয়। করুয়া কিংস্টার বনাম সৈদালী সুপার স্টার ম্যাচের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক সুচনা হয়। খেলার শুরুতে গত বছরের চ্যাম্পিয়ন দল সৈদালী সুপারস্টার এর অধিনায়ক পলাশকে সংবর্ধনা দেয়া হয়। টি টেন পদ্ধতিতে অনুষ্ঠিত এ খেলায় ৭ টি দল অংশগ্রহন করে। খেলা আয়োজক কমিটির অন্যতম মুখপাত্র তাজুল ইসলাম বলেন, কেপিএল অলিম্পিক টুর্ণামেন্ট ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে। খোরমাওয়ার তরুন প্রজন্ম ও বাংলাদেশ ছাত্রলীগের যৌথ প্রযোজনায় এ খেলা পরিচালিত হচ্চে। আমরা আশা করছি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। খেলায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, মঘাদিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মঘাদিয়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন, যুবলীগ নেতা জাবেদ, শহিদুল, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা ওসমান, শাকিল সহ প্রমুখ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*