ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে নয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শতভাগ সফল

এম মাঈন উদ্দিন>>>

বাংলাদেশের ফুটবল অনেকটা ঝিমিয়ে পড়েছিলো। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে ফুটবল অনেকটা হারিয়ে যেতে বসেছে। সবাই এখন ক্রিকেট নিয়ে ব্যস্ত। ঠিক সে সময়ে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন নিজের পৃষ্টপোষকতায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। শতভাগ সফল হয়েছেন। দীর্ঘ একমাস দেশী-বিদেশী খেলেয়াড়দের নজরকাড়া শৈল্পিক ফুটবল খেলা দেখেছে হাজার হাজার দর্শক। প্রতিদিন দুরদুরান্ত থেকে খেলা দেখতে ছুটে আসতেন ফুটবল পাগল প্রায় ৫-৭ হাজার দর্শক। স্বেচ্ছাসেবী সংগঠন অভিযান ক্লাব আয়োজিত এই টুর্নামেন্ট অত্যান্ত সুশৃংখলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সোলেমান উদ্দিন বাদশার সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক সজিবের নেতৃত্বে বিশাল একটি কর্মী বাহিনী নিজেদের শত ব্যস্ততা রেখে টুর্নামেন্টের খেলাগুলো সফল করতে কঠোর পরিশ্রম করেছেন তারা। শুধু তাই নয় প্রতিটি খেলা পরিচালনা করেন ফিফার তালিকাভূক্ত রেফারিরা। ফিফার সকল নিয়ম মেনে এই টুর্নামেন্ট পরিচালনা করা হয়। টুর্নামেন্ট সফল করতে সর্বাত্মক সহযোগীতা করেছেন এলাকার রাজনীতিবিদ, সমাজকর্মী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। গতকাল ১১ অক্টোবর ফাইনাল খেলাকে ঘিরে পুরো এলাকায় ছিলো উৎসবের আমেজ। বেলা বাড়ার সাথে সাথে পশ্চিম জোয়ার অভিযান ফুটবল মাঠের দিকে মানুষের ঢল নামে। এই টুর্নামেন্ট পুরো চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি এলাকায় আলোচিত হয়েছে। বলা যায় শতভাগ সফল এই টুর্নামেন্ট।

শুক্রবার করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের পৃষ্টপোষকতায় নয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন অভিযান ক্লাব আয়োজিত শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার পশ্চিম জোয়ার ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে জয়পুর অভিযান সংসদ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ও মিরসরাই স্পোটিং ক্লাব ফুটবল একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।


চ্যাম্পিয়ন দলের শামীম ম্যান অব দ্যা ফাইনাল ও টুর্নামেন্টের সেরা গোলদাতা নির্বাচিত হয়। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন চ্যাম্পিয়ন দলের আব্দুল বাতেন কমল। সেরা গোলরক্ষক হন মিরসরাই স্পোটিং এর নুর উদ্দিন। চ্যাম্পিয়ন দলকে ট্রফির সাথে ৫০ হাজার টাকার প্রাইজবন্ড ও রানার্সআপ দলকে ট্রফির সাথে ৩০ হাজার টাকার প্রাইজবন্ড দেওয়া হয়।


ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল। ফাইনালের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন। আমন্ত্রিত অতিথি ছিলেন চিত্রনায়ক রুবেল ও চিত্রনায়িকা নীলিমা।


প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, ক্রিকেটের জোয়ারে আমাদের দেশ থেকে ফুটবল ঝিমিয়ে পড়েছিলো। কিন্তু এমন টুর্নামেন্ট আয়োজনের কারণে ফুটবল তার হারানো গৌরব ফিরে পাবে। খেলাধুলায় ব্যস্ত থাকলে যুব ও তরুণ সমাজ মাদক ও খারাফ কাজ থেকে বিরত থাকবে। নয়ন ভাই দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানান উদ্যোগে হাতে নিয়েছেন এবং তা বাস্তবায়ন করছেন। তিনি অজোপাড়াগাঁয়ে এমন ঝাকজমক টুর্নামেন্ট আয়োজনের জন্য নয়ন চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।


টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সোলেমান উদ্দিন বাদশার সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক সজিবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, টুর্নামেন্টের পৃষ্টপোষক করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, হিঙ্গুলী ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন, ধুম ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর ভ‚ঁইয়া, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিল্পব, ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক মানিক, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম আবুল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন চৌধুরী তপু, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেল ইকবাল চৌধুরী প্রমুখ। ফাইনাল খেলা দেখার জন্য মিরসরাই, সীতাকুন্ড, ছাগলনাইয়া, ফটিকছড়ি, সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম শহর থেকে প্রায় ২০ হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নয়ন চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, নোয়াখালী থেকে ১৬ দল অংশগ্রহণ করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*