মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন


নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুণর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের ১ম দিন ৭ মার্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মীর হোসেনের সভাপতিত্বে ক্রিড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন। দ্বিতীয় দিন ৮ মার্চ সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করেন মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার। মারুফ মডেল প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বশির আহম্মদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, মিরসরাই এসএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম রেজাউল হক, নাট্যকার ও লেখক মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম।

৩য় দিন ৯ মার্চ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলি। বিদ্যালয়ের উপদেষ্টা শারফুদ্দিন কাশ্মীরের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মিরসরাই পৌর প্রশাসক আজহারুল হক চৌধুরী নওশা মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, গণকছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সাইফুদ্দীন মীর শাহীন। ১০ মার্চ অনুষ্ঠানের সমাপনী দিনে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন বাহারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন, মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, মিরসরাই কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মিরসরাই উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ সেলিম প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*