মিরসরাইয়ে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিনিধি::
মিরসরাইয়ে বছরের প্রথমদিন নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত ছাত্রছাত্রীরা। সোমবার (০১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বই বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হুমায়ন কবির খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সেলিম উদ্দিন, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, মিরসরাই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া, কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, ২০২৪ সালের প্রথমদিন এই উপজেলায় ছাত্রছাত্রীদের নতুন বই বিতরণ করা হয়েছে। প্রাথমিকের ৪৫ হাজার শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৮ হাজার ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫১ হাজার ৪৬৫জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*