মিরসরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন


নিজস্ব প্রতিনিধি :
মিরসরাই প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ৮জুন মিরসরাই প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি হিসেবে নির্বাচিত হন নুরুল আলম (আমাদের সময়) ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এনায়েত হোসেন মিঠু (কালের কন্ঠ/পূর্বকোণ)। পরবর্তীতে ৩০ জুন মিরসরাই প্রেসক্লাবের আহŸায়ক মুহাম্মদ নিজাম উদ্দিন ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি সাইফুল হক সিরাজী (ফ্রিল্যান্স), বিপুল দাশ (সমকাল), শাহাদাৎ হোসন চৌধুরী (ইত্তেফাক), যুগ্ম সম্পাদক এম. মাঈন উদ্দিন (নয়াদিগন্ত,বীর চট্টগ্রাম মঞ্চ), এম আনোয়ার হোসেন (বাংলাদেশ প্রতিদিন/পূর্বদেশ), রাজু কুমার দে (যায়যায়দিন/সুপ্রভাত বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ (ভোরের কাগজ/সাঙ্গু), প্রচার সম্পাদক আজিজ আজহার (চট্টগ্রাম প্রতিদিন-মিরসরাই থানা প্রতিনিধি), সাহিত্য সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম ভূঁইয়া (স্বাধীন বাংলা), সাংস্কৃতিক সম্পাদক বাবলু দে (সিপ্লাস), তথ্য ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক সাদমান সময় (সময়ের আলো), দপ্তর সম্পাদক শাহ আবদুল্লাহ আল রাহাত (চট্টগ্রাম প্রতিদিন-জোরারগঞ্জ থানা প্রতিনিধি), সহ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন (বার্তাবাজার.কম), ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ (আমাদের নতুন সময়), প্রকাশনা সম্পাদক আজমল হোসেন (চাটগাঁর বাণী)। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয় শারফুদ্দীন কাশ্মীর (দেশ রূপান্তর), ছালেক নাসির উদ্দিন (ভোরের কাগজ-এডিটোরিয়াল ইনচার্জ), মুহাম্মদ জয়নাল আবেদীন (নিউজ-৭১), আজহার মাহমুদ (ইত্তেফাক-স্টাফ রির্পোটার), মোঃ আশরাফ উদ্দিন (ভোরের দর্পণ)। এসময় ৫ সদস্য বিশিষ্ট সর্বোচ্চ পরিষদ গঠন করা। সর্বোচ্চ পরিষদের দায়িত্বপ্রাপ্তগণ হলেন মুহাম্মদ নিজাম উদ্দিন, মোঃ ওয়াজি উল্যাহ, মোঃ সেলিম উদ্দিন, নুর নবী আজাদ, শাহাদাৎ হোসেন পারভেজ।
মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক নিজাম উদ্দিন বলেন, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়া মিরসরাই প্রেসক্লাব মিরসরাই উপজেলার আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে। প্রেসক্লাবের সাথে জড়িত সাংবাদিকগণ নিজস্ব পত্রিকায় উপজেলার বিভিন্ন দুর্ণীতি অনিয়মের পাশাপাশি সম্ভাবনার সংবাদ প্রকাশ করে আসছে। নব গঠিত কমিটি চলতি বছরের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও মিরসরাই প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করবে বলে আশা করছি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*